ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে আজ

প্রকাশিত: ০৫:৫২, ২ ফেব্রুয়ারি ২০১৭

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজ ‘চ্যাপেল-হ্যাডলি’ ট্রফির দ্বিতীয় ওয়ানডে আজ। রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে স্বাগতিক কিউইরা। আজই সিরিজ নিশ্চিতের পাশাপাশি ট্রফি পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী কেন উইলিয়ামসনের দল। তবে তাদের সেই ইচ্ছেয় বাদ সেধে সমতায় ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া। ইনজুরিতে নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ, গুরুত্বপূর্ণ ভারত সফর সামনে রেখে বিশ্রামে সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার, এই সিরিজে তাই নেতৃত্বে অভিষেক হওয়ার কথা ছিল ম্যাথু ওয়েডের, সেই তিনিও ইনজুরিতে পড়লে দায়িত্বটা এসে পড়ে এ্যারন ফিঞ্চের কাঁধে। আনকোরা দল নিয়েও প্রথম ম্যাচের দুর্দান্ত লড়াই অতিথিদের ঘুরে দাঁড়াতে সাহস যোগাচ্ছে। তুখোড় অলরাউন্ডার জেমস ফকনার তেমনটাই জানিয়েছেন। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল সাতটায়। অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ২৮৭ রানের টার্গেট ছুড়ে দেয় নিউজিল্যান্ড। জবাবে এক পর্যায়ে ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায় অসিরা। মনে হচ্ছিল, সহজ জয়েরই পথে কিউইরা। কিন্তু নিউজিল্যান্ডের সেই সহজ জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ান অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্কাস স্টয়নিস। সাত নম্বরে ব্যাট করতে নেমে বুক উঁচিয়ে নীচের সারির ব্যাটসম্যানদের নিয়ে একাই লড়াই করেন। অবিস্মরণীয় জয়ের নায়ক হতে যাচ্ছিলেন স্টয়নিস। কারণ ৪৩ ওভার শেষে ২২৬ রানে নবম উইকেট হারানোর পরও ৪৬. ৫ ওভারে ২৮০ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ১ উইকেট হাতে নিয়ে ১৯ বলে ৭ রান প্রয়োজন। কিন্তু ঐ ওভারের শেষ বলে সঙ্গী জশ হ্যাজেলউড রানআউটের ফাঁদে পড়লে ২৮০ রানেই থেমে যায় সফরকারীদের ইনিংস। ৬ রানের নাটকীয় জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিউজিল্যান্ড। তবে ১১৭ বলে বীরের মতো ১৪৬ রানে অপরাজিত থেকে দুঃখ নিয়েই মাঠ ছাড়েন স্টয়নিস। তার সেই দুঃখকে ভুলিয়ে দিতে চাইছেন অতিথি অলরাউন্ডার জেমস ফকনার। ফকনার বলেন, ‘অবশ্যই ঐ ম্যাচটির ফল স্টয়নিসের জন্য অনেক কষ্টের। সঙ্গীর অভাবে জয়ের একেবারে কাছে গিয়েও সে আমাদের জয় উপহার দিতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচ জিতে স্টয়নিসের দুঃখ ভুলিয়ে দিতে চাই। পাশাপাশি সিরিজে সমতাও আনতে চাই। কিউইরা ঘরের মাটিতে শক্ত প্রতিপক্ষ। আমাদের তাই সর্বোচ্চটা দিয়ে লড়তে হবে।’ পীঠের ইনজুরির কারণে ম্যাথু ওয়েডের সফর শেষ হয়ে গেছে। দেশে ফিরে যেতে হচ্ছে তাকে। বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে ওয়েডের পরিবর্তে কাকে দলে নেয়া হচ্ছে সেটি নিশ্চিত করা হয়নি। এদিকে ইনজুরির জন্য স্বাগতিকরা আজ ইনফর্ম ওপেনার মার্টিন গাপটিলকে পাচ্ছে না। তবে ম্যাচ জিতে ট্রফি পুনরুদ্ধার করতে আত্মবিশ্বাসী কিউই কোচ মাইক হেসন। তিনি বলেন, ‘গেল চ্যাপেল-হ্যাডলি সিরিজটি আমরা বাজেভাবে হেরেছিলাম। সেই হারের বদলাটা নেপিয়ারের এ ম্যাচেই নিশ্চিত করতে চাই। জয় ছাড়া অন্যকোন ভাবনা আমাদের মধ্যে নেই। অকল্যান্ডের প্রথম ম্যাচে দলের খেলোয়াড়দের পারফর্মেন্স তারই প্রমাণ। ছেলেরা শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত।’
×