ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রন্থমেলা উদ্বোধন

প্রকাশিত: ০৫:১৪, ২ ফেব্রুয়ারি ২০১৭

গ্রন্থমেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর বয়রার বিভাগীয় সরকারী গণগ্রন্থাগার প্রাঙ্গণে মাসব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এ বই মেলার উদ্বোধন করেন। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সালমা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। এসময় বিভাগীয় গণ-গ্রন্থাগারের উপ-পরিচালক হরেন্দ্র নাথ বসু এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মোবাইল অপারেটর রবি খুলনার জেনারেল ম্যানেজার মারুফ হোসেন ও পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি খুলনার সভাপতি আলমগীর। সড়ক নিরাপদ করতে মতবিনিময় স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর ফুটপাথে পথচারী চলাচল এবং সড়ককে নিরাপদ করার লক্ষ্যে হকারদের শৃঙ্খলার বেস্টনিতে আনা হবে। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে হকার নেতৃবৃন্দের সঙ্গে মেয়র আ জ ম নাছির উদ্দিন মতবিনিময় করেন। গুরুত্বপূর্ণ এ বৈঠকে ঐকমত্য সৃষ্টি হয়। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, চট্টগ্রামকে গ্রীন ও ক্লিন সিটিতে পরিণত করার লক্ষ্যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত হকার্স নেতৃবৃন্দের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নগরীর হকারদের শৃঙ্খলার মধ্যে আনায়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
×