ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পপুলার এ্যাওয়ার্ড জিতলেন ক্রিকেটার মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:৩৪, ৩১ জানুয়ারি ২০১৭

পপুলার এ্যাওয়ার্ড জিতলেন ক্রিকেটার মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী পুরস্কার ‘বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড’। যা ১৯৬৪ সালে চালু হয়েছিল। গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে শতাধিক ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান পেয়েছে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। যা জাতীয় ক্রীড়া পুরস্কারের আগে দেয়া শুরু হয়। গত বছরের মতো এবারও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড কুল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা করে। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে খেলোয়াড়, কর্মকর্তা, কোচ, সংগঠক, পৃষ্ঠপোষকদের মিলনমেলার এই আয়োজন অনুষ্ঠিত হয়। এবার ২০১৫ ও ২০১৬ সালের পুরস্কার দেয়া হয়। এবারই প্রথমবারের মতো বর্ষসেরা ক্রীড়াবিদের নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হয়। এছাড়াও অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে সঙ্গীতায়োজন করা হয়। যাতে গান পরিবেশন করেন জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় মানস চৌধুরী এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং প্রখ্যাত ব্যান্ডদল মাইলসের ভোকালিস্ট হামিন আহমেদ। ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার লাভ করেন জাতীয় দলের ক্রিকেটারÑ ন্যাটা পেসার ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। এক্ষেত্রে তার অপর দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই দুই সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার। ২০১৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পান ২০১৬ এসএ গেমসে বাংলাদেশের হয়ে ২টি স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা। এক্ষেত্রে তার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিকেটার তামিম ইকবাল এবং হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম। ক্রীড়ালেখক সমিতির জুরি বোর্ডের বিবেচনায় সেরাদের পুরস্কৃৃত করার পাশাপাশি দর্শকভোটে ‘পপুলার চয়েজ এ্যাওয়ার্ড’ও দেয়া হয়। যেখানে ছয়জনকে মনোনীত করা হয়েছিল। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ হিসেবে পপুলার চয়েজ এ্যাওয়ার্ড লাভ করেন জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। এক্ষেত্রে তার বাকি প্রতিদ্বন্দ্বীরা ছিলেন তামিম ইকবাল (ক্রিকেট), মাহমুদুল্লাহ (ক্রিকেট), মুস্তাফিজুর রহমান (ক্রিকেট), মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলন), আশরাফুল ইসলাম (হকি)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের (এশিয়া) সভাপতি মোহাম্মদ কাশিম এবং স্কয়ার টয়লেট্রিজ গ্রুপের হেড অব মার্কেটিং মালিক মোঃ সাইদ। ২০১৫ সালের পুরস্কারপ্রাপ্তরা ॥ বর্ষসেরা ক্রীড়াবিদ : মুস্তাফিজুর রহমান (ক্রিকেট)। সেরা ক্রিকেটার : মাহমুদুল্লাহ রিয়াদ, সেরা দাবাড়ু : ফাহাদ রহমান, সেরা আরচার : তামিমুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ : সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠক : ইউসুফ আলী, বর্ষসেরা কোচ : সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠান : ম্যাক্স গ্রুপ, বিশেষ সম্মাননা : আমিনুল হক মনি। ২০১৬ সালের পুরস্কারপ্রাপ্তরা ॥ বর্ষসেরা ক্রীড়াবিদ : মাহফুজা খাতুন শিলা, সেরা ক্রিকেটার : তামিম ইকবাল, সেরা ভারোত্তোলক : মাবিয়া আক্তার সীমান্ত, সেরা হকি খেলোয়াড় : আশরাফুল ইসলাম, সেরা শূটার : শাকিল আহমেদ, সেরা ভলিবল খেলোয়াড় : সাঈদ আল জাবির, উদীয়মান ক্রীড়াবিদ : মেহেদী হাসান মিরাজ, উদীয়মান নারী ক্রীড়াবিদ : কৃষ্ণা রানী সরকার (ফুটবল), সেরা কোচ : গোলাম রব্বানী ছোটন (ফুটবল), সেরা সংস্থা : বাংলাদেশ নৌবাহিনী। পপুলার চয়েজ এ্যাওয়ার্ড ॥ মুস্তাফিজুর রহমান।
×