ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অধিনায়ক হিসেবেই ফিরলেন ডি ভিলিয়ার্স

প্রকাশিত: ০৫:০৭, ২৫ জানুয়ারি ২০১৭

অধিনায়ক হিসেবেই ফিরলেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার পোর্ট এলিজাবেথে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবেই পুনরায় দলে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স। তারকা ব্যাটসম্যান কনুইয়ের ইনজুরির কারণে প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন। তার অনুপস্থিতিতে এতদিন দলের নেতৃত্বে ছিলেন ফ্যাফ ডুপ্লেসিস। গত বছর অক্টোবরে ফ্যাফের অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে জয়ী হয় প্রোটিয়ারা। তবে ইতোমধ্যেই ডুপ্লেসিসকে স্থায়ীভাবে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার আগে আজ সিরিজের শেষ টি২০ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন বড় তারকা ডি ভিলিয়ার্স। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে কেপ টাউনে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি২০তে দলে ফিরেছেন ডি ভিলিয়ার্স। দীর্ঘদিন ইনজুরির কারণে বাইরে থাকার পর ওয়ানডে দিয়ে আবার দলে ফিরেছেন অলরাউন্ডার ক্রিস মরিস। প্রথম দুই টি২০তে ৬ উইকেট নেয়ায় একমাত্র নতুন মুখ হিসেবে ওয়ানডেতে দলভুক্ত হয়েছেন ফাস্ট বোলার লানগি এনগিদি। এদিকে ইনজুরির কারণে বিবেচনায় আসেননি ফাস্ট বোলার ডেল স্টেইন ও মর্নে মরকেল। কাঁধের ইনজুরির কারণে স্টেইন ও পিঠের ইনজুরির কারণে মরকেল দলের বাইরে রয়েছেন। গুঞ্জন ছিল, টেস্ট থেকে অবসর নিতে পারেন ডি ভিলিয়ার্স। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ায় সেটি আরও ঘনীভূত হয়েছিল। তবে ৩২ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি। তিন ধরনের ক্রিকেটেই চালিয়ে যাবেন। তার মূল লক্ষ্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। প্রথম তিনটি ওয়ানডে’র দক্ষিণ আফ্রিকা দল ॥ এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, কুইনটন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ফ্যাফ ডুপ্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, লানগি এনগিদি, আরডিলে ফেহালকোয়ারো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি। রাশিয়া বিশ্বকাপের ড্র ডিসেম্বরে স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপের সময় ক্রমশই ঘনিয়ে আসছে। আগামী বছরই ইউরোপের দেশটিতে বসবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। এর আগে চলতি বছরের ডিসেম্বরে বিশ্বকাপের চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হবে। আগামী ১ ডিসেম্বর মস্কোর ক্রেমলিনে ড্র অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রুশ ফুটবল ইউনিয়নের (আরএফইউ) প্রধান মুটকো। মুটকো জানান, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের এই পরিকল্পনা অনুমোদন করেছে। যদিও এ বিষয়ে ফিফার সরাসরি কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি। তিনি বলেন, ক্রেমলিনে এটি আয়োজনের জন্য আমাদের পরামর্শ দেয়া হয়েছে। এখন আমরা ড্র অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। আগামী বছরের ১৪ জুন থেকে ১৫ জুলাই মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কাজান ও সুচিসহ রাশিয়ার ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০১৮ বিশ্বকাপের খেলা।
×