ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেন

কোয়ার্টার ফাইনালে নাদাল

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ জানুয়ারি ২০১৭

কোয়ার্টার ফাইনালে নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। সোমবার চার সেটের কঠিন লড়াইয়ে ফরাসী তারকা গায়েল মনফিলসকে পরাজিত করেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা নাদাল এদিন ৬-৩, ৬-৩, ৪-৬ এবং ৬-৪ সেটে পরাজিত করেন মনফিলসকে। স্প্যানিশ টেনিস তারকা ছাড়াও মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের শেষ আটের টিকেট নিশ্চিত করেছেন ডেভিড গোফিন এবং গ্রিগর দিমিত্রোভ। সোমবার চতুর্থ পর্বে অস্ট্রেলিয়ার ডোমিনিক থিয়েমের মুখোমুখি হন বেলজিয়ামের ডেভিড গোফিন। চার সেটের কঠিন লড়াই শেষে জয়ের হাসি হাসেন তিনি। টুর্নামেন্টের ১১তম বাছাই ডেভিড গোফিন চতুর্থ পর্বে ৫-৭, ৭-৬ (৭/৪), ৬-২ এবং ৬-২ সেটে হারান অষ্টম বাছাই থিয়েমকে। দিনের অন্য ম্যাচে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ হারান ডেনিস স্তোমিনকে। টুর্নামেন্টের ১৫তম বাছাই দিমিত্রোভ ২-৬, ৭-৬ (৭/২), ৬-২ এবং ৬-১ সেটে পরাজিত করেন উজবেকিস্তানের এই টেনিস তারকাকে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিলেন এই স্তোমিন। দ্বিতীয় পর্বে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে দেন তিনি। তবে সার্বিয়ান তারকাকে হারিয়ে খুব বেশিদূর এগোতে পারলেন না উজবেকিস্তানের এই অখ্যাত খেলোয়াড়। চতুর্থ পর্বেই থেমে গেল তার জয়রথ। ডেনিস স্তোমিনোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া দিমিত্রোভের সামনে বাধা এখন ডেভিড গোফিন। যিনি বেলজিয়ামের প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জায়গা করে নেন। কোয়ার্টার ফাইনালে উঠে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন ১১তম বাছাই। এবারই প্রথম টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা কোন খেলোয়াড়কে হারালেন তিনি। যা তার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দিছে। বিশ্রামে ডেভিড ওয়ার্নার স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। স্কোয়াডে রাখা হয়নি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। দলে ফিরেছেন এ্যারন ফিঞ্চ ও শন মার্শ। মূলত ভারত সফরের চ্যালেঞ্জ সামনে রেখে ওয়ার্নারকে বিশ্রাম দেয়া হয়েছে। বিশ্রাম পেয়েছেন আরেক ওপেনার উসমান খাজাও। তাদের পরিবর্তে ওপেনার হিসেবে দলে নেয়া হয়েছে এ্যারন ফিঞ্চ ও শন মার্শকে। চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের উদ্বোধন করবেন ফিঞ্চ-মার্শ। ‘ওয়ার্নারের সামনে অনেক বড় মৌসুম। তাই তার বিশ্রামের প্রয়োজন রয়েছে। মানসিক ও শারীরিকভাবে তার বিশ্রাম দরকার।’ জানায় সিএ। ৩০ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ফিরতি চ্যাপেল-হ্যাডলি সিরিজ। অস্ট্রেলিয়া ওয়ানডে দল ॥ স্টিভেন স্মিথ (অধিনায়ক), এ্যারন ফিঞ্চ, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোয়েস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), জেমস ফকনার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, এডাম জাম্পা, জশ হ্যাজলউড ও বিলি স্টানলেক।
×