ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিদায় নিলেন মারেও

প্রকাশিত: ০৬:০০, ২৩ জানুয়ারি ২০১৭

বিদায় নিলেন মারেও

স্পোর্টস রিপোর্টার ॥ এবার থেমে গেলেন এ্যান্ডি মারে। রবিবার মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের চতুর্থ পর্বে মিশা জেভরেভের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছেন তিনি। এর ফলে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতার স্বপ্নটা অধরাই থেকে গেল বিশে^র এক নম্বর খেলোয়াড় এ্যান্ডি মারের। তবে মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্টে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন রজার ফেদেরার। চতুর্থ পর্বে রুদ্ধশ্বাস জয়ে পরবর্তী রাউন্ডের টিকেট নিশ্চিত করেন তিনি। ফেড এক্সপ্রেস এদিন অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় করেন দুর্দান্ত ফর্মে থাকা জাপানের কেই নিশিকোরিকে। মারেকে পরাজিত করে জার্মান খেলোয়াড় জেভরেভ এই প্রথম কোন গ্র্যান্ডসøামের চতুর্থ রাউন্ডে জয়ী হয়েছেন। পুরো ম্যাচে আটবার মারের বিপক্ষে ব্রেক পেয়েছেন তিনি। রড লেভার এ্যারিনাতে সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে বিশে^র ৫০ নম্বর র‌্যাঙ্কধারী মিশা জেভরেভ ৭-৫, ৫-৭, ৬-২ এবং ৬-৪ সেটে স্কটিশ তারকাকে পরাজিত করে শেষ আটের টিকেট নিশ্চিত করেন। কোয়ার্টার ফাইনালে জেভরেভের প্রতিপক্ষ রজার ফেদেরার। কেই নিশিকোরিকে হারিয়ে শেষ আটের টিকেট কাটেন যিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৭টি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন ফেদেরার। কিন্তু সেই ফর্ম গত কয়েক মৌসুমে আর ধরে রাখতে পারেননি তিনি। ২০১২ সালে শেষ কোন গ্র্যান্ডসøামের শিরোপা জেতা ফেদেরার এবার অস্ট্রেলিয়ান ওপেনে জ্বলে উঠেছেন। টানা চার ম্যাচ জিতে এখন শিরোপা পুনরুদ্ধারেরও স্বপ্ন বুনছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে এবার ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে বিশে^র ১১৭তম খেলোয়াড় ডেনিস স্তোমিনের কাছে পরাজিত হয়ে বিদায় নেন বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ। এরপর আশা ছিল মারে কিছু করে দেখাবেন। বিশেষ করে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্নে বিভোর ছিলেন উইম্বলডন ও অলিম্পিক ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার স্বর্ণপদক জয়ী মারে। এর আগে মেলবোর্ন পার্কে পাঁচটি ফাইনালে পরাজিত হয়েছেন ২৯ বছর বয়সী মারে। যার চারটিতেই হেরেছেন সার্বিয়ার জোকোভিচের কাছে। জোকোভিচ যেহেতু এবার শুরুতেই বিদায় নেন তাই মারের স্বপ্ন বাস্তবতার মুখ দেখবে বলে ধারণা করেছিলেন অনেকেই। কিন্তু জোকোভিচের পর চতুর্থ পর্ব থেকে মারে বিদায় নিলেও ফেদেরারের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হওয়াটা যেন অনেকটাই সহজ হয়ে গেছে। তবে ফেদেরারের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন রাফায়েল নাদাল, স্টানিসøাস ওয়ারিঙ্কা এবং জো উইলফ্রেইড সোঙ্গাও। ফেদেরারের স্বদেশী স্টানিসøাস ওয়ারিঙ্কা রবিবার চতুর্থ পর্বে ৭-৬ (৭/২), ৭-৬ (৭/৪) এবং ৭-৬ (৭/৪) সেটে পরাজিত করেন ইতালির আন্দ্রেস সেপ্পিকে।
×