ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০১:০২, ১৮ জানুয়ারি ২০১৭

সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক ॥ প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচ জিতে লড়াইয়ের আভাস দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে চতুর্থ ম্যাচে হেরে সিরিজ খুঁইয়ে বসলো টাইগ্রেসরা। কক্সবাজারে চতুর্থ ম্যাচে বাংলাদেশকে ৯৪ রানে হারিয়ে সিরিজ জিতে নিলো প্রোটিয়া মেয়েরা। দক্ষিণ আফ্রিকা নারী দলের দেওয়া ২৫২ রানের টার্গেট তাড়া করে ১৫৭ রানেই গুটিয়ে যায় বাংলার মেয়েরা। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৫১ রানের বিশাল স্কোর দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা দল। জবাবে ফারজানা হকের ৬৭ রানের ইনিংসেও বেশ বড় ব্যবধানে হেরে বসে বাংলাদেশ। ব্যাট করতে নেমে দলীয় উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন স্টেইন ও লি। জাহানার বলে বোল্ড হবার আগে ১৪ রান করেন স্টেইন। দলীয় ৪৬ রানে লিকে ফিরিয়ে দেন খাদিজাতুল কুবরা। এরপর ৭৪ রানের জুটি বাধেন ডু প্রিজ ও ট্রিয়ন। ১৫৭ বলে করে ৭৯ রান করেন ডু প্রিজ। ৪৭ রান করেন ট্রিয়ন। শেষের দিক ভ্যান নিকার্কের ১৯ বলে ২৬ রানের ক্যামিও ইনিংসে ২৫১ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে খাদিজাতুল কুবরা তিনটি এছাড়া রুমানা আহমেদ দুটি ও জাহানারা আলম নেন একটি উইকেট। ২৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪১ রানেই চার উইকেট হারায় টাইগ্রেসরা। এরপর ফারজানা হককে নিয়ে প্রতিরোধ গড়েন সালমা। দলীয় ১২১ রানে পঞ্চম ব্যাটার হিসেবে সালমা আউট হলে হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ফরজানা ৬৭ ও সালমা ৩০ রান করেন। এই হারে ৩-১ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ। ২০ জানুয়ারি একই মাঠে হবে সিরিজের শেষ ম্যাচ। এর আগে প্রথম ওয়ানডেতে ৮৩ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত খেলেও ১৭ রানে হেরে যায় রুমানার দল। আর তৃতীয় ওয়ানডেতে ১০ রানে জেতে বাংলাদেশের মেয়েরা।
×