ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো, মেসিকে টপকে শীর্ষে নেইমার

প্রকাশিত: ০৬:০১, ১৮ জানুয়ারি ২০১৭

রোনাল্ডো, মেসিকে টপকে শীর্ষে নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ ফর্ম খুব একটা ভাল যাচ্ছে না নেইমারের। বার্সিলোনার জার্সি গায়ে লম্বা সময় ধরেই নিষ্প্রভ ব্রাজিলিয়ান তারকা। তবে মাঠের বাইরের দ্বৈরথে সবাইকে ছাড়িয়ে গেছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। বার্সিলোনার ক্লাব সতীর্থ লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেছেন নেইমার। সিআইইএস ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার নির্ধারণে এই তালিকা প্রকাশ করেছে। ফুবলারদের বর্তমান ট্রান্সফার মূল্য অনুযায়ী এ তালিকা তৈরি করা হয়। যেখানে সময়ের দুই সেরা ফুটবলার মেসি ও রোনাল্ডোকে পেছনে ফেলে সবচেয়ে দামি ফুটবলার হয়েছেন নেইমার। অর্থাৎ ইউরোপের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এখন ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি ইউরোপে ১০০ মিলিয়ন ইউরোর বেশি আয় করা ১০ ফুটবলারকে নিয়ে একটি গবেষণা করা হয়। সেখানেই এই ফলাফল উঠে আসে। প্রতি বছরই এই গবেষণা চালায় সুইজারল্যান্ডের সিআইইএস ফুটবল অবজারভেটরি নামের প্রতিষ্ঠানটি। খেলোয়াড়দের ট্রান্সফার মূল্যের গাণিতিক পরিমাপের ভিত্তিতে সিআইইএস ফুটবল অবজারভেটরির বিশেষজ্ঞরা এই মূল্য নির্ধারণ করেছেন। খেলোয়াড়দের পারফর্মেন্স, বয়স ও চুক্তির মেয়াদ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে তারা তাদের মূল্য হিসাব করেছেন। ২০১২ সাল থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি লীগের (স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লীগ, জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি ’এ ও ফরাসী লীগ ওয়ান) নামি ফুটবলারের উপার্জন নিয়ে গবেষণা চালিয়েছে বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস। নতুন গবেষণায় দেখা গেছে ২১৬ মিলিয়ন পাউন্ড (প্রায় ২৪ কোটি ৫৭ লাখ ইউরো) বাজার মূল্য নিয়ে সবার চূড়ায় নেইমার। ১৪৯ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৬ কোটি ৯৫ লাখ ইউরো) নিয়ে দুই নম্বরে মেসি, ১৩৬ মিলিয়ন পাউন্ড নিয়ে তিন নম্বরে ম্যানইউ’র ফরাসী তারকা পল পোগবা। এরপর চার নম্বরে আছেন এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান। তার মূল্যমান ১৩২ মিলিয়ন পাউন্ড। ১২৭ মিলিয়ন পাউন্ড নিয়ে পাঁচ নম্বরে লুইস সুয়ারেজ। ছয় নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেনের মূল্য ১২২ মিলিয়ন পাউন্ড। এরপর সাত নম্বরে আছেন ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার রোনাল্ডো। সি আর সেভেনের বাজার মূল্য ১১১ মিলিয়ন পাউন্ড। আট নম্বরে আর্জেন্টিনার উঠতি সেনসেশন পাবলো ডিবালা। তার মূল্য ৯৯.৯ মিলিয়ন পাউন্ড। সেরা দশের বাকি দুই প্রতিনিধি ইংলিশ তারকা ডেলে আলী ও বেলজিয়ামের ব্লুজ ফুটবলার ইডেন হ্যাজার্ড। এই দু’জনের মূল্য যথাক্রমে ৯৬ ও ৮৯ মিলিয়ন পাউন্ড। এদিকে আবারও ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নেইমার। গত বছর নিজ দেশে আয়োজিত অলিম্পিকে দেশকে অধরা ফুটবলের স্বর্ণপদক পাইয়ে দেন তিনি। এরপর জানিয়ে দেন তিনি আর বিখ্যাত হলুদ জার্সি গায়ে অধিনায়কত্ব করবেন না। চাপমুক্ত থাকার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে গেল পাঁচ মাসে ব্রাজিল ঘুরিয়ে ফিরিয়ে একেকজনকে দিয়ে অধিনায়কের দায়িত্ব পালন করিয়েছে। তবে আবার খবর, নেইমার নাকি জাতীয় দলের অধিনায়ক পদে ফিরতে চান। কোচ টিটের কাছে এমন ইচ্ছার কথাও জানিয়েছেন বার্সা তারকা। কোচ টিটেরও ইচ্ছে নেইমারকে স্বপদে ফেরানো। তার কথাতেও সে সুর। টিটে বলেন, আমি তখনই নেইমারকে বলে রেখেছিলাম, নিজেকে যখন পরিণত আর অধিনায়কত্বের জন্য তৈরি মনে করবে, আমাকে যেন জানায়। সে আবার অধিনায়ক হবে। তারমানে ফের ব্রাজিলের অধিনায়ক হতে যাচ্ছেন নেইমার।
×