ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস হকি

বড় জয় সেনাবাহিনী বিমান বাহিনীর

প্রকাশিত: ০৫:৫৫, ২১ ডিসেম্বর ২০১৬

বড় জয় সেনাবাহিনী বিমান বাহিনীর

স্পোর্টস রিপোর্টার ॥ মার্সেল বিজয় দিবস হকি প্রতিযোগিতায় বড় জয় কুড়িয়ে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মঙ্গলবারের প্রথম খেলায় সেনাবাহিনী ১৪-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে। অপর ম্যাচে বিমান বাহিনী ১২-১ গোলে হারায় চট্টগ্রামের চান্দগাঁও স্পোর্টিং ক্লাবকে। নিরাপত্তা পরিকল্পনা ফাঁস! স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে কম আলোচনা হয়নি। শেষ পর্যন্ত সেটি নির্বিঘেœ শেষ হওয়ায় বাংলাদেশকে অশেষ ধন্যবাদ দিয়েছে ইংলিশরা। অথচ তাদের ভারত সফরে উঠল গুরুত্বপূর্ণ অভিযোগ। এ্যালিস্টার কুকদের পরিকল্পনা পাওয়া গেল হোটেলের সাধারণ এক কম্পিউটারে। এটি খুবই গোপন বিষয়। কিন্তু ভারতে ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য তৈরি বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা পাওয়া গেছে চেন্নাইয়ের এক হোটেলের এমন এক কম্পিউটারে, যেটি যে কেউ ব্যবহার করতে পারেন। ব্যাপারটি নিয়ে তাই দারুণ উদ্বিগ্ন হয়ে পড়ে ইংল্যান্ড দল। সঙ্গে সঙ্গেই তা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানান হয়। একইসঙ্গে তারা ব্যাপারটি চেন্নাইয়ের স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষকেও জানিয়ে দেয়। জানা গেছে, কোন এক ইংলিশ সমর্থক ওই কম্পিউটারের ডেস্কটপে পরিকল্পনাটি প্রথম দেখতে পান। যেখানে হোটেলের কোন কক্ষে কোন খেলোয়াড় ও কর্মকর্তা আছেন, কোন জায়গায় কয়জন করে নিরাপত্তারক্ষী দাঁড়াবেন, এমনকি সাদা পোশাকে কোন জায়গা থেকে কোন গোয়েন্দা কর্মকর্তা দায়িত্ব পালন করবেন, তাও বিস্তারিত লেখা আছে। মঙ্গলবার চেন্নাই টেস্টে হেরে ৪-০তে সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। বড় দিন সামনে রেখে আপাতত তারা দেশে ফিরে যাবে। ১৫ জানুয়ারি শুরু তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ। মার্সেল জাতীয় মহিলা উশু শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেলের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ উশু এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘মার্সেল জাতীয় মহিলা উশু চ্যাম্পিয়নশিপে’র প্রথম আসর। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এই প্রতিযোগিতার দুটি ইভেন্টে প্রায় দুই শতাধিক প্রতিযোগী ৫৭ পদকের জন্য লড়াই করছেন। ইভেন্ট দুটি হলো থাউলু ও সানদা। অংশ নেয়া দলগুলো হলো : বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পাটকল কর্পোরেশন, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী/বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা। সিজেকেএস দাবা লীগে নিয়াজের জয় স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিজেকেএস বড়তাকিয়া দাবা লীগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে দশ পয়েন্ট নিয়ে কোয়ালিটি স্পোর্টস ক্লাব এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুণœœ রেখেছে। মঙ্গলবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় কায়ালিটি স্পোর্টস ক্লাব ৩-১ পয়েন্টে বাকলিয়া একাদশকে হারায়। কোয়ালিটি স্পোর্টসের পক্ষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন যথাক্রমে বাকুলিয়া একাদশের তাজুল ইসলাম ও আসিফ মাহমুদকে হারান। কোয়ালিটি স্পোর্টসের ফিদেমাস্টার আব্দুল মালেক ও মোঃ মাইনুদ্দিন যথাক্রমে বাকুলিয়ার কুতুবউদ্দিন ও আহমেদ হোসেন মজুমদারের সঙ্গে ড্র করেন। আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
×