ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

যৌন কেলেঙ্কারি

মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন না বেনজামা

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ ডিসেম্বর ২০১৬

মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন না বেনজামা

স্পোর্টস রিপোর্টার ॥ যৌনতার ভিডিও চিত্র ধারণ এবং সেটাকে ব্যবহার করে ব্লাকমেইলের অভিযোগ করিম বেনজামার ওপর। মামলাটা হওয়ার পর নিষ্কৃতি চেয়ে ফরাসী এ স্ট্রাইকার ভার্সাইয়ের আপীল আদালতে আপীল করেছিলেন। কিন্তু আদালত তার সেই আবেদন খারিজ করে দিয়েছে। এ কারণে আগামী বছর মামলার শুনানিতে হাজির হতে হবে বেনেজামাকে। ২৮ বছর বয়সী ফরাসী স্ট্রাইকার বেনজামা একটি যৌন ভিডিওতে অংশ নিয়েছেন। ওই ভিডিওচিত্রে বেনজামার বাল্যকালের বন্ধু ম্যাথিউ ভালবুয়েনা এবং সাবেক লিভারপুল ও মার্শেই স্ট্রাইকার ডিজিব্রিল সিসে সম্পৃক্ত ছিলেন। এটাকে প্রতারণামূলক কাজে ব্যবহারের জন্য ব্লাকমেইল করার অভিযোগ আছে এ কয়েকজনের বিরুদ্ধে। আর সে কারণে এবার ইউরো ২০১৬ ফুটবল আসরে ফ্রান্সের দলে সুযোগ হয়নি বেনজামার। তদন্তকারীরা সন্দেহ করছেন বেনজামা এই ব্ল্যাকমেইলের সঙ্গেও যুক্ত। তবে মামলা থেকে অব্যাহতি পাওয়ার আবেদন করেছিলেন বেনজামা ও বাকি তিন অভিযুক্ত। সেই আবেদন খারিজ করে দিয়েছে ভার্সাইয়ের আপীল আদালত। এ কারণে আগামী বছর শুরু হতে যাওয়া শুনানিতে আদালতের কাঠগড়ায় অভিযুক্ত আসামি হিসেবে দাঁড়াতেই হবে বেনজামাকে। এই মামলায় আরেক সন্দেহভাজনের হয়ে সার্জ মানি নামের একজন বলেন, ‘আমরা তদন্ত পরিচালনার বিষয়টি বাতিলের আবেদন খারিজ হওয়াতে কিছুটা আশ্চর্যান্বিত হয়েছি।’ অভিযুক্তরা দাবি করছেন পুলিশ এক্ষেত্রে অসততার পরিচয় দিয়েছে। কারণ ভালবুয়েনার এক বন্ধুকে টেলিফোন আলাপচারিতায় বাকিদের ফাঁসানো হয়েছে আরেকজন অভিযুক্ত হিসেবে। কিন্তু আদালত তাদের এই বিতর্ক শোনার পর রায় দিয়েছে পুলিশের তদন্ত পদ্ধতি সঠিক পথেই ছিল এবং এটা অনুমোদনযোগ্য। বেনজামার আইনজীবী সিলভিয়ান কোরমিয়ার জানিয়েছেন তার মক্কেল নিজের নাম কলুষমুক্ত করার জন্য সর্বোচ্চ লড়াই চালিয়ে যাবে। এ বিষয়ে সিলভিয়ান বলেন, ‘বেনজামা নির্দোষ। তিনি এই অপরাধের ক্ষেত্রে কোনকিছুই করেননি। আমরা তার নির্দোষিতা প্রমাণের জন্য সম্ভবপর সবকিছুই করতে যাচ্ছি।’
×