ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু আজ

প্রকাশিত: ০৫:৪০, ৪ ডিসেম্বর ২০১৬

সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু আজ

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আজ রবিবার বিকেল ৪টায় বসবে। অধিবেশন শুরুর আগে বেলা ৩টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। ওই বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচী চূড়ান্ত করা হবে। সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদের ১২তম অধিবেশন গত ৬ অক্টোবর শেষ হয়। দুই মাসের মধ্যে অধিবেশন শুরুর বাধ্য-বাধকতার কারণে গত ১৪ নবেম্বর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশন কতদিন চলবে তা জানা যায়নি। তবে নিয়ম রক্ষার এ অধিবেশন এক সপ্তাহ চলতে পারে বলে জানা গেছে। সূত্র জানায়, ত্রয়োদশ অধিবেশনে ১১টি বিল নিয়ে আলোচনা ও তা পাস হতে পারে। বিলগুলো হচ্ছে- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিল-২০১৬, বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৬, পাট বিল-২০১৬. বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি বিল-২০১৬, বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল-২০১৬. বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল-২০১৬, বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৬, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল-২০১৬, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১৬, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিল-২০১৬ এবং ক্যাডেট কলেজ বিল-২০১৬। এছাড়া নতুন আরও কয়েকটি বিল আসতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
×