ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নতুন বান্ধবীর সঙ্গে রোমাঞ্চ রোনাল্ডোর

প্রকাশিত: ০৬:২০, ২৬ নভেম্বর ২০১৬

নতুন বান্ধবীর সঙ্গে রোমাঞ্চ রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ তাকে নিয়ে মাতামাতি সবসময়। সেটা কারণে কিংবা অকারণে। স্বভাব অনেকটাই ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মতো। মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা। ফুটবলে নামডাকের কমতি নেই; রূপটাও আগুন ঝরানো। তাইতো মুহূর্তেই সুন্দরী রমণীরা তার বাহুডোরে আস্তানা গাড়তে ভিড় জমায়। হ্যাঁ, বর্তমান বিশ্বফুটবলের সবচেয়ে সুদর্শন পুরুষ পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথাই আলোকপাত করা হচ্ছে। মাঠের নৈপুণ্যে যেমন সেরা সি আর সেভেন তেমনি মাঠের বাইরেও কম যান না। প্রায়শই শোনা যায় নিত্যনতুন বান্ধবী নিয়ে রোমাঞ্চের কাহিনী। শুক্রবার এমন আরেকটি কাহিনী চাউর হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। নতুন আরেকটি বান্ধবী জুটিয়েছেন পর্তুগীজ অধিনায়ক। ২০১৫ সালের জানুয়ারিতে রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্কটা চুকে ফেলেন রোনাল্ডো। এরপর থেকে বিভিন্ন রমণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। এবার তেমনই একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। রোনাল্ডোর নতুন বান্ধবীর নাম জিওরজিনা রডিগুয়েজ। এই সুন্দরী স্পেনের একটি কোম্পানিতে চাকরি করছেন। চ্যাম্পিয়ন্স লীগে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচের আগে ছুটি কাটাতে রোনাল্ডো যান ফ্রান্সে। সেখানেই তাকে নতুন বান্ধবীর সঙ্গে দেখা যায় কালো রঙের ক্যাপ ও হুডি জ্যাকেট পরা অবস্থায়। বৃহস্পতিবার প্যারিসের বিভিন্ন রাস্তায় একসঙ্গে ঘুরতে দেখা যায় রোনাল্ডো-জিওরজিনাকে। সেখানে বেশ ঘনিষ্ঠ অবস্থায়ও দেখা যায় দু’জনকে। দু’জনের সম্পর্কটা যে অনেক দূর গড়িয়েছে, সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না। অবশ্য এ বিষয়ে রিয়াল মাদ্রিদ তারকা এখনও মুখ খোলেননি। তবে মিডিয়ায় রংরসের অভাব হচ্ছে না। শুক্রবার এক সাক্ষাতকারে এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান বলেছেন, তিনি রোনাল্ডোকে শ্রদ্ধা করেন। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার রোনাল্ডো। ইতোমধ্যেই তার ব্যক্তিগত জীবনের অনেকটা জানা হয়ে গেছে জ্ঞান পিপাসুদের। তবে তার শখ এবং ব্যয়ের বিভিন্ন খাতগুলো এখনও অজ্ঞাতই আছে। কিছুদিন আগে সি আর সেভেন নিজেই জানিয়েছিলেন তার সবচেয়ে প্রিয় শখ গাড়ি সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকা-। আর তার প্রিয় ব্রান্ড ইতালির লামবোরগিনি এভেনটাডর এবং মাসেরাটি। এছাড়া ইংল্যান্ডের বেন্টলে এবং জার্মানির পোরশে ও মার্সিডিজ ব্রান্ডের গাড়ি ব্যবহার করেন। যদিও গাড়িগুলোর যতেœর ক্ষেত্রে কিছুটা উদাসীন নামি ফুটবলার। তার যাপিত জীবনে এর প্রমাণ পাওয়া গেছে। ২০০৯ সালে ম্যানচেস্টারের রাস্তায় ফেরারি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিলেন লস ব্লাঙ্কোস ফুটবলার। ২০০৯ সালে মাদ্রিদের অভিজাত এলাকা লা ফিনসাটে ৭.১ মিলিয়ন ডলার ব্যয়ে একটি বাড়ি নির্মাণ করেছিলেন রিয়াল তারকা। জোয়াকিন টোরেসের নকশা করা ওই বাড়িতেই বাস তার। তাছাড়া ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ১৮.৫ মিলিয়ন ডলার ব্যয়ে একটি এ্যাপার্টমেন্ট কিনেছিলেন পর্তুগীজ ফরোয়ার্ড। এমনকি নিজের জন্ম শহর পর্তুগালের মাদেইরাতে ফুটবল থিমের একটি হোটেল চালু আছে তার। ফ্যাশনের দিক থেকে রোনাল্ডোর হাতে অধিকাংশ সময় জ্যাকব এ্যান্ড কোংয়ের কিছু ঘড়ি দেখা যায়। ওই ঘড়িগুলোর প্রত্যেকটির অর্থমূল্য ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার থেকে ৫ লাখ মার্কিন ডলার পর্যন্ত। তাছাড়া মাদ্রিদের মোমের জাদুঘরের রক্ষণাবেক্ষণে কিছু অর্থ ব্যয় করেন সি আর সেভেন ব্র্যান্ডের মালিক। রোনাল্ডোর আরেকটি প্রিয় শখ ক্রিয়োথেরাপি। এই পদ্ধতিটির মাধ্যমে শরীরের তাপমাত্রা ২৬৪ ডিগ্রী ফারেনহাইটে নামিয়ে আনতে হয়। তাতে পেশি আরও সংবেদনশীল হয়ে ওঠে। আর ব্যক্তির ইনজুরি প্রবণতা কমে। নিজ বাড়িতেই এই থেরাপি নিয়ে থাকেন রিয়াল মাদ্রিদ সেনসেশন। এরজন্য লা ফিনসাতে বিশাল একটি অত্যাধুনিক জিম তৈরি করেছেন সাবেক ম্যানইউ ফুটবলার। এর ট্রেনার ও ইকুইপমেন্ট বাবদ বিশাল অর্থ ব্যয় করে থাকেন। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। গোড়ালির চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে গ্যারেথ বেলকে। আগামী মঙ্গলবার তার গোড়ালিতে অস্ত্রোপচার করানো হবে বলে জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। পুরোপুরি সুস্থ হয়ে বেলের মাঠে ফিরতে তিনমাসের মতো সময় লাগতে পারে।
×