ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিশাখাপত্তম টেস্ট, শেষদিনে আজ জয়ের জন্য ভারতের চাই ৮ উইকেট, ইংল্যান্ডের ৩১৮ রান

হার এড়াতে পারবে ইংলিশরা?

প্রকাশিত: ০৬:৪৪, ২১ নভেম্বর ২০১৬

হার এড়াতে পারবে ইংলিশরা?

স্পোর্টস রিপোর্টার ॥ শেষদিনে আজ বিশাখাপত্তম টেস্টের ফয়সালা। যেখানে জয়ের পাল্লা কিছুটা হলেও ভারতের দিকে ভারি। এজন্য ইংল্যান্ডের ৮ উইকেট তুলে নিতে হবে বিরাট কোহলিদের। আর সফরকারীদের চাই ৩১৮ রান। ৯০ ওভারে লক্ষ্যটা হয়তো খুব বেশি নয়, কিন্তু পঞ্চমদিন ও ম্যাচের চতুর্থ ইনিংস বলে কথা। অতিথিরা ইতোমধ্যে সেরা ব্যাটসম্যান এ্যালিস্টার কুক (৫৪) ও তার ওপেনিং পার্টনার হাসিব হামিদকে (২৫) হারিয়েছে। সংগ্রহ ৮৭/২। চতুর্থদিন শেষ বিকেলে দু’জনকে ফিরিয়ে ভারতকে চনমনে করে তুলেছেন দলের সেরা দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। জো রুট ৫ রান নিয়ে ব্যাট করছেন। আজ তার সঙ্গী হবেন বেন ডাকেট। টেস্টের চিরায়ত অতীত বলে জিততে চাইলে হারতে হবে, বরং দাঁতে দাঁত চেপে সারাদিন কাটিয়ে ড্র করাটাই হতে পারে কুকদের প্রথম লক্ষ্য। প্রথম টেস্ট ড্র হওয়ায় পাঁচ ম্যাচের দীর্ঘ সিরিজটা এখন ০-০। প্রথম ইনিংসে ৪৫৫ রান করা ভারতকে দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে গুটিয়ে দেয়া ইংলিশদের দিনের শুরুটা মন্দ ছিল না। ৪০৫ রানের লক্ষ্যে এক পর্যায়ে কোন উইকেট না হারিয়ে ৭৫ রান তুলে নিয়েছিল তারা। দ্রুত ২ উইকেট হারিয়ে তবু অস্বস্তিতে কুক-বাহিনী। অশ্বিন ঘূর্ণিতে প্রথম ইনিংসেই যেখানে তাদের ২৫৫তে থামতে হয়েছিল, সেখানে আজ কাজটা ঢের কঠিন। মূলত অশ্বিন-জাদেজাই প্রথম জয় এনে দিয়ে সিরিজে দলকে এগিয়ে নিতে পারেন। কোহলি ও অজিঙ্কা রাহানের অপরাজিত জুটি ভারতকে আরও বড় লিডের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু রবিবার চতুর্থদিন সকালে দারুণ বল করেছেন স্টুয়ার্ট ব্রড ও আদিল রশিদ। রশিদকে মারতে গিয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন কোহলি (৮১)। প্রথম ইনিংসে ১৬৭ রান করেছিলেন ভারত অধিনায়ক। এই জুটি বিচ্ছিন্ন হওয়ার পর হুড়মুড় করে ভেঙ্গে পড়ে স্বাগতিকদের ব্যাটিং। ২২ রান নিয়ে নামা রাহানে ফেরেন ২৬ রান করে। প্রথম ইনিংসে ৩৫-এর পর এবার নয় নম্বরে নেমে জয়ন্ত যাদব খেলেছেন অপরাজিত ২৭ রানের চমৎকার ইনিংস। শেষ জুটিতে সঙ্গী মোহাম্মদ শামির ১৯ রানের অবদানও কম নয়। ব্রড-রশিদ দু’জনেই তুলে নিয়েছেন ৪টি করে উইকেট। কোহলির পর এদিন রশিদের লেগস্পিনে কাটা পড়েছেন ঋদ্ধিমান সাহা (২), রবীন্দ্র জাদেজা (১৪) ও উমেশ যাদব (০)। শেষদিনে আজ অশ্বিন-জাদেজার স্পিন সামলে টার্গেটে পৌঁছানো ইংল্যান্ডের পক্ষে সহজ হবে না। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৪৫৫/১০ (১২৯.৪ ওভার; কোহলি ১৬৭, পুজারা ১১৯, অশ্বিন ৫৮, জয়ন্ত যাদব ৩৫, রাহানে ২৩, বিজয় ২০, উমেশ যাদব ১৩; এ্যান্ডারসন ৩/৬২, মঈন ৩/৯৮, আদিল রশিদ ২/১১০, ব্রড ১/৪৯, স্টোকস ১/৭৩) ও দ্বিতীয় ইনিংস ২০৪/১০ (৬৩.১ ওভার; কোহলি ৮১, জয়ন্ত যাদব ২৭*, শামি ১৯, রাহানে ২৬, জাদেজা ১৪, লোকেশ রাহুল ১০, অশ্বিন ৭, বিজয় ৩; ব্রড ৪/৩৩, রশিদ ৪/৮২, মঈন ১/৯, এ্যান্ডারসন ১/৩৩)। ইংল্যান্ড প্রথম ইনিংস ২৫৫/১০ (১০২.৫ ওভার; স্টোকস ৭০, বেয়ারস্টো ৫৩, রুট ৫৩, রশিদ ৩২*, হামিদ ১৩, ব্রড ১৩, ডাকেট ৫, কুক ২, আনসারি ৪, এ্যান্ডারসন ০; অশ্বিন ৫/৬৭, শামি ১/২৮, জয়ন্ত যাদব ১/৩৮) ও দ্বিতীয় ইনিংস ৮৭/২ (৫৯.২ ওভার; কুক ৫৪, হামিদ ২৫, রুট ৫*; অশ্বিন ১/২৮, জাদেজা ১/২৫)। ** চতুর্থদিন শেষে
×