ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দুপুর ১টায় ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স এবং সন্ধ্যা পৌনে ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস মুখোমুখি

অদম্য ঢাকার বিরুদ্ধে হ্যাটট্রিক জয়ের সন্ধানে খুলনা

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ নভেম্বর ২০১৬

অদম্য ঢাকার বিরুদ্ধে হ্যাটট্রিক জয়ের সন্ধানে খুলনা

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়ে শুরু করলেও রাজশাহী কিংসের বিরুদ্ধে একটি ম্যাচ হেরেছিল ঢাকা ডায়নামাইটস। এরপর আর তাদের ঠেকানো যায়নি। একে একে তারা জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে। প্রতিপক্ষদের তেমন কোন সুযোগ না দিয়ে সহজ জয় তুলে নিয়েছে তারা এই ম্যাচগুলোতে। এবার আরেকটি জয় তুলে নিয়ে এককভাবে শীর্ষস্থান অটুট রাখার হাতছানি। নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ সাকিব আল হাসানের দলটি মুখোমুখি হবে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের বিরুদ্ধে। দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে। অপর ম্যাচে মাশরাফি বিন মর্তুজার কোণঠাসা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে নামবে টানা দুই হার দেখা ড্যারেন সামির রাজশাহী কিংস। ম্যাচটি সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) উভয় ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এবার বিপিএলে সবচেয়ে ভাগ্য সুপ্রসন্ন খুলনা টাইটান্সের। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বিস্ময়কর বোলিং করে দুটি ম্যাচ জিতিয়েছেন দলকে। একটি রাজশাহী কিংসের বিরুদ্ধে ৩ রানে এবং আরেকটি চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে ৪ রানের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে তারা। এ দুটি ম্যাচেই পরাজয় দেখতে পারতো দলটি, কিন্তু মাহমুদুল্লাহর অসামান্য বোলিং সেটা হতে দেয়নি। তিনি দলের জন্য জয় ছিনিয়ে এনেছেন উভয় ম্যাচের শেষ ওভারে বল হাতে অভাবনীয় ম্যাজিক দেখিয়ে। ঢাকায় অনুষ্ঠিত প্রথম পর্বের সেই সুপ্রসন্ন ভাগ্যটার খোঁজে এবার সাগরিকায় দ্বিতীয় পর্বে প্রথমবারের মতো নামবে খুলনা টাইটান্স। আজ চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ তাদের। টানা দুই ম্যাচ জেতা খুলনা হ্যাটট্রিক জয়ের সন্ধানেই মাঠে নামবে। জিতলে সুযোগ থাকবে ঢাকার সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকার। তবে প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা ডায়নামাইটস। যারা ইতোমধ্যেই মাঠের নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষদের বুঝিয়ে দিয়েছে ব্যাটে-বলে সেরা দল তারা। এ কারণেই জয় দিয়ে শুরু করা ঢাকা নিজেদের দ্বিতীয় ম্যাচে হার দেখলেও আবার টানা তিন ম্যাচ জিতেছে। বড় ব্যবধানে জয় তুলে নেয়ার কারণে নেট রানরেটেও অন্যদের চেয়ে বেশ এগিয়ে আছে সাকিব আল হাসানের দলটি। অন্যদিকে একেবারেই কম ব্যবধানে জয় এবং একটি ম্যাচ একেবারেই বাজে যাওয়ার কারণে খুলনার নেট রানরেট বেশ খারাপ। রংপুর রাইডার্সের বিরুদ্ধে গত ১০ নবেম্বর তারা মাত্র ৪৪ রানে গুটিয়ে গিয়েছিল যা বিপিএল ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। কিন্তু সেসব ভুলে টানা দুই জয় পাওয়া বিপিএলের নবাগত দল খুলনা টাইটান্স উজ্জীবিত হয়েই মাঠে নামবে। আর ঢাকারও লক্ষ্য থাকবে আরেকটি জয় নিয়ে একক শ্রেষ্ঠত্ব দখলের। গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ঢাকা পর্বে একটি ম্যাচও জিততে পারেনি। আর দলের সংঘবদ্ধতাও বিনষ্ট হয়েছে। অধিনায়ক মাশরাফি প্রথমদিকে আক্ষেপ নিয়ে বলেছিলেন সঠিক সমন্বয় খুঁজে পাচ্ছেন না তারা। পরবর্তীতে ঢাকা পর্বের শেষদিন মালিকপক্ষের সঙ্গে দল গঠন নিয়ে মতানৈক্যে টিম হোটেল ত্যাগ করে নিজ বাসায় গিয়ে ওঠেন মাশরাফি। সবমিলিয়ে বিপর্যস্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টানা চার ম্যাচ ঢাকায় প্রথম পর্বে হারের পর মাশরাফির দলটি শুক্রবার প্রথম নামে চট্টগ্রাম পর্বে। এবার নিজেদের অবস্থান ভাল করার জন্য আরেকটি সুযোগ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য। প্রতিপক্ষ রাজশাহী। ঢাকা পর্বে চিটাগাং ভাইকিংস, বরিশাল বুলস, খুলনা টাইটান্স ও ঢাকা ডায়নামাইটসের কাছে হার দেখেছেন মাশরাফিরা। নিজেদের ঘুরে দাঁড়ান হয়নি। পয়েন্ট তালিকায় সবার নিচে থাকায় চট্টগ্রাম পর্বেই দুর্দান্ত কিছু করতে হবে দলটিকে। নয়তো শেষ চারে ওঠার লড়াই থেকে ছিটকে যাবে সবার আগে। এ কারণে প্রতিটি ম্যাচই মহাগুরুত্বপূর্ণ তাদের জন্য। অপরদিকে রাজশাহী টানা দ্বিতীয় পরাজয় দেখেছে। অন্তত দুটি ম্যাচে হাতের মুঠোয় থাকা জয় হাতছাড়া করেছে তারা। খুলনার কাছে ৩ রানে আর বরিশালের কাছে ৪ রানে হারের আক্ষেপ সঙ্গী হয়েছে। ব্যাটে-বলে বেশ ভাল ছন্দে থাকলেও জয়গুলো আসলে আরও ভাল অবস্থানেই থাকতে পারতো দলটি। এবার টানা দুই হার থেকে ঘুরে দাঁড়ানর লড়াই তাদের। চট্টগ্রাম পর্বের শুরুতেই তারা চিটাগাংয়ের কাছে ১৯ রানে হেরে পিছিয়ে গেছে অনেকখানি। ৪ ম্যাচে ৩ পরাজয় নিয়ে এখন পয়েন্ট তালিকায় ৬ নম্বরে অবস্থান তাদের। সেখান থেকে উত্তরণের জন্য আজ জয় পেতেই মাঠে নামবে রাজশাহী।
×