ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুপার মক কাপ ফুটবল

বাংলাদেশ অ-১৪ দলের অনুশীলন শুরু

প্রকাশিত: ০৬:২৩, ১৬ নভেম্বর ২০১৬

বাংলাদেশ অ-১৪ দলের অনুশীলন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১১-১৮ ডিসেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ‘সুপার মক কাপে’ বাংলাদেশ অনুর্ধ-১৪ জাতীয় ফুটবল দলের অংশগ্রহণের লক্ষ্যে এই দলে প্রাথমিকভাবে নির্বাচিত ২৬ ফুটবলারের মধ্যে ২২ জনকে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনের হোস্টেলে মঙ্গলবার থেকে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। এই ক্যাম্প আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। অনুপস্থিত ৪ খেলোয়াড় জেএসসি পরীক্ষার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেনি। বাফুফে জানিয়েছে- পরীক্ষা শেষ হলেই তারা ক্যাম্পে যোগ দেবে। দলের টিম লিডার হচ্ছেন মঞ্জুরুল করিম মঞ্জু। কোচ মোস্তফা আনোয়ার পারভেজ। সহকারী কোচ মাহবুব আলম পলো। ১৬, ১৭ ও ১৮ নবেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে দলের অনুশীলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক জুনিয়র টেনিসে ভারতের আধিপত্য স্পোর্টস রিপোর্টার ॥ রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে চলমান ‘ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে’র মঙ্গলবারের খেলায় বালক এককে ভারতের করণ প্রীবাস্তব বাংলাদেশের মোঃ সাকিবকে, ভারতের অর্জুন চান্নাথিমসিহা হোন্নাপা বাংলাদেশের মোঃ ইশতিয়াককে, ভারতের ঋষিকৃষ্ণ এ্যায়াম্পন দক্ষিণ কোরিয়ার দাহেন কিমকে, চীনের বয়ু চেন বাংলাদেশের ইফতেখার শেখকে, ভারতের সিদ্ধার্থ ঠাকরান চীনের গুয়াংসেন ওয়েনকে এবং দক্ষিণ কোরিয়ার কি বাম কিস ভারতের সারাং পাদনিসকে হারান। এই টুর্নামেন্টে ১১ দেশের ১০২ বালক ও বালিকা খেলোয়াড় অংশ নিয়েছে। হকি লীগে ফরাশগঞ্জ-বর্ণকের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লীগে’ জয় কুড়িয়ে নিয়েছে বর্ণক সমাজ এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সোমবারের প্রথম খেলায় বর্ণক ৪-১ গোলে হারায় শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের আশরাফুল ইসলাম, ইসমাইল হোসেন, আওলাদ ইসলাম এবং মনির হোসেন ও বিজিত দলের সম্রাট ১টি করে গোল করেন। অপর ম্যাচে ফরাশগঞ্জ ৩-১ গোলে হারায় ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের শাওন, সাইমন ও বন্ধন ও বিজিত দলের সুমন ১টি করে গোল করেন।
×