ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কলম্বিয়ার বিপক্ষে অগ্নিপরীক্ষা আর্জেন্টিনার

প্রকাশিত: ০৬:১১, ১৫ নভেম্বর ২০১৬

কলম্বিয়ার বিপক্ষে অগ্নিপরীক্ষা আর্জেন্টিনার

স্পোর্টস রিপোর্টার ॥ কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। অব্যাহত ব্যর্থতার কারণে দেশটি আগামী ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলতে পারবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়ে সংশয়। বিশ্বকাপ বাছাইপর্বে সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সংশয়টা আরও ঘনীভূত হয়েছে। এই রুগ্ন অবস্থায় বাছাইপর্বের ১২তম রাউন্ডের ম্যাচে মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসির দল। নড়বড়ে অবস্থান মজবুত করতে এখন জয়ের বিকল্প নেই এডগার্ডো বাউজার দলের। বিপর্যস্ত অবস্থার মধ্যে থাকলেও টানা কয়েকটি জয় পাল্টে দিতে পারে চিত্র। এ লক্ষ্যেই এবার ঘরের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে। একই দিন একই সময়ে আরেক হাইভোল্টেজ ম্যাচে লড়বে কোপা আমেরিকার সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন চিলি ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে উড়তে থাকা ব্রাজিলকে আতিথ্য দেবে পেরু। আর আজ রাত ২টা ও ৩টায় মুখোমুখি হবে যথাক্রমে বলিভিয়া-প্যারাগুয়ে ও ইকুয়েডর-ভেনিজুয়েলা। বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১১টি করে ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে সবার উপরে ব্রাজিল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। দেশ দুটির রাশিয়া বিশ্বকাপের টিকেট প্রায় নিশ্চিত। ১৮ ও ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে কলম্বিয়া ও ইকুয়েডর। পঞ্চম স্থানে থাকা চিলির ঘরেও জমা হয়েছে ১৭ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে আর্জেন্টিনা আছে ষষ্ঠ স্থানে। আর ১৫ ও ১৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার ঘাড়ে নিশ্বাস ফেলছে প্যারাগুয়ে ও পেরু। এই অঞ্চল থেকে ১০ দলের বাছাইপর্বে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে শীর্ষ চার দল। পঞ্চম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে অফ। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে শিষ্যদের উজ্জীবিত করার চেষ্টা করছেন আর্জেন্টাইন কোচ এডগার্ডো বাউজা। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা নিয়ে আমি কখনই সন্দেহ পোষণ করি না। যে পয়েন্ট আমরা হারিয়েছি, সেটা পীড়া দেয় কিন্তু আমরা এখনও নিজেদের ওপর নির্ভর করছি। দল শক্তিশালী এবং এটা আমাদের আত্মবিশ্বাসী করছে। বাছাইয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকায় সমালোচনা শুরু হওয়াটা স্বাভাবিক বলেও মেনে নিচ্ছেন বাউজা। তবে দুঃসময়ে সমর্থকদের পাশে পেতে চান তিনি। বলেন, যে পয়েন্ট হারিয়েছি, আমরা মনে করি না সেটা হারানো ঠিক হয়েছে। এটা স্বাভাবিক যে সমালোচনা হচ্ছে। আশা করি, সান হুয়ানে লোকে আর্জেন্টিনার জার্সির গুরুত্বটা আরও বেশি বুঝতে পারবে। আমাদের সেই সমর্থনটা দরকার। সমর্থকদের পাশে পেতে যেটা করণীয় সেটাও মেসি-এ্যাগুয়েরোদের মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ। বলেন, আমাদের খেলায় ধারাবাহিতা থাকছে না। খেলোয়াড়দের যে সামর্থ্য আছে, সেটা তাদের বের করতে হবে। খেলোয়াড়রা তাদের অবস্থা এবং তারা যেটা করতে পারে, সেটা জানে। আমি সেটা বিশ্বাস করি। কলম্বিয়াকে হারানোর প্রত্যয় জানিয়ে বাউজা বলেন, বরাবরের মতো পরের ম্যাচেও জেতার ভাবনা নিয়ে আমি কাজ করছি। আসলেই আমরা সামনের দিকে তাকিয়ে আছি। ভাল খেলা এবং জেতা নিয়েই ভাবছি আমরা। দারুণ ছন্দে থাকা ব্রাজিল টানা ছয় জয়ের মিশনে পেরু উড়ে গেছে। এই ম্যাচটিও জিতে বিশ্বকাপের আরও কাছাকাছি যেতে চায় রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটিতে অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে ব্রাজিলের তারকা ডিফেন্ডার দানিয়েল আলভেজ। পেরুর বিপক্ষে তিনি বিখ্যাত হলুদ জার্সি গায়ে ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। মাইলফলকের সামনে দাঁড়িয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন জুভেন্টাসের এই তারকা। আন্তর্জাতিক ফুটবলে ১০ বছরের ক্যারিয়ারে শততম ম্যাচটি খেলতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী আলভেজ। এমন একটি মাইলফলকে পৌঁছাতে পেরে সম্মানিত বোধ করা আলভেজ নিজেকে তুলনা করেন চিত্রশিল্পী পাবলো পিকাসোর সঙ্গে। বলেন, ব্যক্তি হিসেবে আমি পিকাসোর মতো। যারা আমাকে বুঝতে পারে, তারা পছন্দ করে। যারা আমাকে বুঝতে পারে না তারা আমার জন্য লাখ লাখ অর্থ খরচ করে না। আলভেজ আরও বলেন, এটা দারুণ এক আনন্দ আর এই মাইলফলকে পৌঁছাতে পারা একটা সন্তুষ্টি। কখনও কখনও আমি ভাবতে পারি না জাতীয় দলের হয়ে কত ভাল বিষয়ের অভিজ্ঞতা হয়েছে আর হচ্ছে আমার। আলভেজ ব্রাজিল কোচ টিটের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, টিটে ও পেপ গার্ডিওলা প্রায় একই রকম, কারণ গার্ডিওলাও খুব ভাল কোচ। তিনি (টিটে) ভাল ফল পাচ্ছেন, কারণ তিনিও অসাধারণ কোচ। তাদের মাঝে অনেক মিল আছে। তারা আপনাকে ভাল হতে সাহায্য করে, ফলে তাদের নিয়ে আগ্রহটাও সৃষ্টি হয়। আমার পাশে এ ধরনের লোকই দেখতে চাই।
×