ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লা-চিটাগং ম্যাচ দিয়ে কাল শুরু বিপিএল

প্রকাশিত: ০৬:৩৬, ৭ নভেম্বর ২০১৬

কুমিল্লা-চিটাগং ম্যাচ দিয়ে কাল শুরু বিপিএল

স্পোর্টস রিপোর্টার ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল শনিবারই পরিত্যক্ত হওয়া ম্যাচগুলো থেকে পয়েন্ট দাবি করলেন। পুনরায় ম্যাচ হোক, সেটি চাননি। রবিবারই আবার পুনরায় ম্যাচ খেলতে রাজি হয়ে গেলেন। আর তাতে বৃষ্টির জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) যে ঝামেলা তৈরি হয়েছিল তা দূর হয়ে গেল। বিপিএল গবর্নিং কাউন্সিলও নতুন সূচী ঘোষণা করে দিল। মঙ্গলবার থেকে খেলা শুরুও হয়ে যাবে। তবে এবার আর যত বৃষ্টিই হোক, যে কয়টা ম্যাচই বৃষ্টির জন্য পরিত্যক্ত হোক; আর পুনরায় ম্যাচ দেয়া হবে না। পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হবে। ছয়টি ম্যাচ এরই মধ্যে শেষ হয়ে যেত। কিন্তু বৃষ্টির কবলে পড়ে একটিও হয়নি। বলইতো মাঠে গড়ায়নি। আর তাই ফ্র্যাঞ্চাইজি, স্পন্সর, ব্রডকাস্টার, বিসিবি সভাপতি সবার সঙ্গে আলোচনা করে বিপিএল গবর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেয় মঙ্গলবার থেকে নতুন করে শুরু হবে বিপিএল। শেষ হবে সঠিক সময়েই, ৯ ডিসেম্বর। যদি সেদিন বৃষ্টি হয়, তাহলে ১০ ডিসেম্বর ‘রিজার্ভ ডে’তে খেলা হবে। মঙ্গলবার থেকে যে সূচী ছিল, সেই সূচী অনুযায়ীই খেলা মাঠে গড়াবে। শুধু তিনদিনে যে ম্যাচগুলো মাঠে গড়াতে পারেনি, সেগুলো বিপিএলের বিরতির সময় হবে। কিন্তু এখানেই ঝামেলা তৈরি হয়েছিল। অন্য ফ্র্যাঞ্চাইজিরা পুনরায় ম্যাচ খেলতে রাজি হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোনভাবেই পুনরায় খেলতে রাজি নয়। তাদের দাবি উদ্বোধনী ম্যাচে রাজশাহী ও দ্বিতীয়দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটস তাদের প্রতিপক্ষ ছিল। দুটি ম্যাচ হয়নি। বৃষ্টির জন্য হতে পারেনি। এটা দলগুলোর দোষ নয়। নিয়ম অনুযায়ী ম্যাচ বৃষ্টির জন্য না হলে পয়েন্ট ভাগাভাগি হবে। যেহেতু ‘রিজার্ভ ডে’ নেই, তাই খেলা পুনরায় হওয়ার কোন সম্ভাবনা নেই। যদি পুনরায় করা হয়, এটা নিয়ম বহির্ভূত হবে। দুটি ম্যাচই বৃষ্টির জন্য না হওয়ায় নিয়ম অনুযায়ী পরিত্যক্ত হয় খেলা। তাতে করে দুটি ম্যাচ থেকে ১ করে ২ পয়েন্ট পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু দেশী খেলোয়াড়, বিদেশী খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি, স্পন্সর, ব্রডকাস্টার টুর্নামেন্টের স্বার্থের কথা বিবেচনা করে পুনরায় বিরতির দিনগুলোতে ম্যাচ দেয়ার সিদ্ধান্তের কথা সংবাদ সম্মেলন করেই জানান বিপিএল গবর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। কিন্তু এ সিদ্ধান্ত শনিবার পর্যন্ত মানেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক পক্ষ। রবিবার সেই পথ থেকে সরে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নতুন সূচীতে খেলার সম্মতিও জানিয়েছে। ফেসবুকে নিজেদের অফিসিয়াল ফ্যানপেজেই এমনটি জানিয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা জানিয়েছে, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, ভিক্টোরিয়ান্স এখন পরিত্যক্ত ম্যাচগুলো খেলার সুযোগ পাচ্ছে। আমরা চার পয়েন্টের জন্য লড়ব। রাজশাহীর বিপক্ষে ১ ডিসেম্বর, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৪ নবেম্বর।’ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে পুনরায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি ১৪ নবেম্বর হবে ঠিক। তবে নতুন সূচী অনুযায়ী রাজশাহী কিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি ১ ডিসেম্বর নয়, হবে ৩০ নবেম্বর। এর মধ্য দিয়ে যে ঝামেলা তৈরি হয়েছিল, তাও দূর হয়ে গেল। এখন বিপিএল ভালভাবে শেষ হলেই হয়। কুমিল্লার ম্যাচগুলোই শুধু নয়, প্রথম তিনদিনে যে ছয়টি ম্যাচ হয়নি; সবগুলোই বিরতিতে দেয়া হয়েছে। প্রথম তিনদিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস, রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স, বরিশাল বুলস-চিটাগং ভাইকিংস, কুমিল্লা-ঢাকা ডায়নামাইটস, রংপুর-রাজশাহী ও বরিশাল-খুলনার ম্যাচগুলো হয়নি। নতুন সূচীতে কুমিল্লা-রাজশাহী ম্যাচ ৩০ নবেম্বর রাতে, রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স ম্যাচ ১০ নবেম্বর রাতে, বরিশাল-চিটাগং ম্যাচ ১৪ নবেম্বর দিনে ও একইদিন রাতে কুমিল্লা-ঢাকা ম্যাচ অনুষ্ঠিত হবে। রংপুর-রাজশাহী ম্যাচ ২৮ নবেম্বর রাতে ও বরিশাল-খুলনা ম্যাচ ২০ নবেম্বর রাতে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে সূচী মেলাতে গিয়ে দিন-তারিখেও দুই এক দলের ম্যাচ আগে পেছনে করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি আগের সূচীতে রাতে থাকলেও চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচটি দিনে প্রথম ম্যাচ করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়নরা তাই চতুর্থ আসরের প্রথম ম্যাচ খেলা থেকে বঞ্চিত হচ্ছে না।
×