ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

প্রোটিয়াদের দিনে ইনজুরিতে স্টেইন

প্রকাশিত: ০৬:৩৬, ৫ নভেম্বর ২০১৬

প্রোটিয়াদের দিনে ইনজুরিতে স্টেইন

স্পোর্টস রিপোর্টার ॥ দু’দিনেই অনেকবার রং বদলালো পার্থ টেস্ট। প্রথমদিনে প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। জবাবে স্বাগতিক অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২৪৪-এ। শুক্রবার ২ উইকেটে ১০৪ রান নিয়ে দ্বিতীয়দিন শেষ করা দক্ষিণ আফ্রিকার লিড এখন ১০২ রানের। হাতে ৮ উইকেট। ক্রিজে ডিন এলগার (৪৬*) ও জেপি ডুমিনি (৩৪*)। বোলারদের যা দাপট, তাতে লিডটা ৩ শ’ বা তার কাছাকাছি হলেই খেলা জমে উঠবে। তবে নিজেদের সুন্দর দিনে প্রোটিয়াদের জন্য বড় দুঃসংবাদ কাঁধের ইনজুরিতে পড়েছেন দলের পেস আক্রমণের ভরসা ডেল স্টেইন। ম্যাচ তো বটেই আধুনিক ক্রিকেটের সেরা পেসারের সিরিজটাই হয়তো শেষ হয়ে গেছে! দক্ষিণ আফ্রিকার ২৪২ রানের জবাবে এক পর্যায়ে বিনা উইকেটে ১৫৮ রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। সেঞ্চুরি থেকে ৩ রান দূরে ডেভিড ওয়ার্নার, হাফ সেঞ্চুরি পেরিয়ে তার ওপেনিং পার্টনার শন মার্শ। কে ভেবেছিল ওয়ার্নার ফেরার পর সেই তাদের এভাবে মুখ থুবড়ে পড়তে হবে? তুখোড় স্টেইনকে ছাড়াই ৮৬ রানের মধ্যে অসিদের ১০ উইকেট তুলে নিয়েছে প্রোটিয়ারা! ওয়ার্নারের সেঞ্চুরিটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার, ৯৭ রান করা ড্যাশিং ওপেনারকে হাসিম আমলার হাতে ক্যাচ বানিয়ে ফেরান স্টেইন। এরপর মাত্র ৮ বলই করতে পেরেছেন। কাঁধের চোটে পড়েছেন। বড় তারকাকে হারিয়ে সঙ্গী দুই পেসার ভারনন ফিল্যান্ডার-কাগিসো রাবাদা যেন হঠাৎই জ্বলে ওঠেন। তরুণ রাবাদার দুর্দান্ত এক ডেলিভারিতে ছত্রখান উসমান খাজার (৪) স্ট্যাম্প, রানের খাতা খোলার আগেই অধিনায়ক স্টিভেন স্মিথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অভিষিক্ত স্পিনার কেশব মহারাজ। শন মার্শও ৬৩ রান করে ফিল্যান্ডারের শিকারে পরিণত হন। এরপর এ্যাডাম ভোজেস (২৭), পিটার নেভিল (২৩) ও পিটার সিডল (১৮*) স্বাগতিকদের বাঁচিয়ে দেন। ফিল্যান্ডার ৫৬ রান দিয়ে নেন সর্বোচ্চ ৪ উইকেটÑ অস্ট্রেলিয়ার মাটিতে এটিই তার সেরা বোলিং ফিগার। বাঁহাতি স্পিনার কেশব ৩ ও পেসার রাবাদা নেন ২টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ২ উইকেট হারিয়ে অবশ্য বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকাও। কিন্তু দিনটা ভালয় ভালয় পার করে দিয়েছেন ডিন এলগার ও জেপি ডুমিনি। দু’জন অপরাজিত ৪৬ ও ৩৪ রান নিয়ে। তবে স্টেইনকে হারানোটা অতিথিদের জন্য কষ্টের। কারণ গত ডিসেম্বরে এই কাঁধেই চোট পেয়ে অনেকদিন মাঠের বাইরে ছিলেন এই ফাস্ট বোলার। তাৎক্ষণিক বোঝা যায়নি চোট কতটা গুরুতর। পরে জানা গেছে, পুরো সিরিজ থেকেই ছিটকে দিয়েছে প্রোটিয়া গতি তারকাকে। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি জানিয়েছেন, ‘এ ম্যাচে তো বটেই সিরিজেও আর খেলার কোন সম্ভাবনা নেই স্টেইনের।’ স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ২৪২/১০ (৬৩.৪ ওভার; ডি’কক ৮৪, বাভুমা ৫১, ডুপ্লেসিস ৩৭, কেশব ১৬, এলগার ১২, রাবাদা ১১*, ফিল্যান্ডার ১০, আমলা ০, স্টিভেন কুক ০; স্টার্ক ৪/৭১, হ্যাজলউড ৩/৭০, লেয়ন ২/৩৮, সিডল ১/৩৬) ও দ্বিতীয় ইনিংস ১০৪/২ (৪০ ওভার; এলগার ৪৬*, ডুমিনি ৩৪* কুক ১২; সিডল ১/১২, হ্যাজলউড ১/৩১)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৪৪/১০ (৭০.২ ওভার; ওয়ার্নার ৯৭, শন মার্শ ৬৩, ভোজেস ২৭, নেভিল ২৩, সিডল ১৮*, খাজা ৪, স্মিথ ০, মিচেল মার্শ ০; ফিল্যান্ডার ৪/৫৬, কেশব ৩/৫৬, রাবাদা ২/৭৮)। ** দ্বিতীয়দিন শেষে
×