ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শারজা টেস্টে সমান তালে লড়ছে উইন্ডিজ

প্রকাশিত: ০৬:০০, ১ নভেম্বর ২০১৬

শারজা টেস্টে সমান তালে লড়ছে উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই হারে আগেই সিরিজ খুঁইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শারজা টেস্টটা ক্যারিবীয়দের জন্য ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর লড়াই। তারা সেখানে জবাবটা ভালই দিচ্ছে। প্রথমে পাকিস্তানকে ২৮১ রানে গুটিয়ে দেয়ার পর দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৪৪ রান করেছে উইন্ডিজ। প্রতিপক্ষের চেয়ে মাত্র ৩৭ রানে পিছিয়ে আছে। সেঞ্চুরির দোড়গোড়ায় ক্রেইগ ব্রেথওয়েট। ৯৫ রান নিয়ে ব্যাট করছেন এই ওপেনার। ব্যক্তিগত ৬ রানে তার সঙ্গে আছেন অধিনায়ক জেসন হোল্ডার। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ। এই টেস্ট জিতলে এক সিরিজে ৯ আন্তর্জাতিক ম্যাচে জয়ের নতুন রেকর্ড গড়বে পাকিস্তান। তবে ক্রমশ উন্নতি করা ক্যারিবীয়দের বিপক্ষে এবার মিসবাহ-উল হকদের জন্য কাজটা বোধ হয় সহজ হবে না! ৮ উইকেটে ২৫৫ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। বাকি ২ উইকেট হারিয়ে আর মাত্র ৩৬ রান যোগ করে তারা। প্রথম দুই টেস্টে দুর্দান্ত দাপট দেখানো দলটি এখানে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি। সামি আসলাম ৭৪, ইউনুস খান ৫১, মিসবাহ ৫৩ ও সরফরাজ আহমেদ আউট হয়েছেন ৫১ রান করে। কেউই হাফসেঞ্চুরির ইনিংসগুলো দীর্ঘ করতে পারেননি। টপঅর্ডারে ব্যর্থ আজহার আলি ও আসাদ শফিক। দুজনই আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। শেষদিকে ইয়াসির শাহর ১২ ও মোহাম্মদ আমিরের ২০ রানের ইনিংস দুটি পাকিস্তানকে আড়াই শ’ পেরোতে সাহায্য করে। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন স্পিনার দেবেন্দ্র বিশু। পেসার শ্যানন গ্যাব্রিয়েল ৩ ও আলজেরো জেসেফ নেন ২ উইকেট। জবাবে এক পর্যায়ে ৬৮ রানে ৪ উইকেট হারালেও ক্যারিবীয়দের রেসে ফেরান ব্রেথওয়েট (৯৫) ও রোস্টন চেজ (৫০)। শেন ডরিখ করেছেন ৪৭ রান। ৬ রানে অপরাজিত হোল্ডারের ব্যাটিং সামর্থ্য মন্দ নয়। এর আগে ইংল্যান্ড সফরে ২-২ এ সিরিজ ড্র করে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল মিসবাহর পাকিস্তান (বর্তমানে দ্বিতীয়, শীর্ষে ভারত)। ওই সফরেই শেষ ওয়ানডে আর টি২০তেও জিতেছিল পাকিরা। সে হিসেবে ইতোমধ্যে টানা ১০ আন্তর্জাতিক ম্যাচ জেতা হয়ে গেছে! নাহ, দলটিকে আর ‘আনপ্রেডিক্টেবল’ বলা যাচ্ছে না! স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ২৮১/১০ (৯০.৫ ওভার; সামি আসলাম ৭৪, ইউনুস ৫১, মিসবাহ ৫৩, সরফরাজ ৫১, আমির ২০, ইয়াসির ১২, নওয়াজ ৬, ওয়াহাব ৪; বিশু ৪/৭৭, গ্যাব্রিয়েল ৩/৬৭, জোসেফ ২/৫৭) ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২৪৪/৬ (৭৮ ওভার; ক্রেইগ ব্রেথওয়েট ৯৫*, চেজ ৫০, ডরিখ ৪৭, ব্লাকউড ২৩, ড্যারেন ব্রাভো ১১, হোল্ডার ৬*; আমির ২/৪৪, ওয়াহাব ২/৬৫, ইয়াসির ১/৫৬)। ** দ্বিতীয় দিন শেষে
×