ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩১, ২০ অক্টোবর ২০১৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১। যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাইবে? ক. ১৯ খ. ২০ গ. ২১ ঘ. ২২ ২। ী+ু=১৭ এবং ীু=৬০ হলে, ী-ু এর মান কত? ক. ৭ খ. ৮ গ. ৯ ঘ. ১০ ৩। অইঈ ত্রিভুজের ক্ষেত্রফল কখন সবচেয়ে বেশি হবে? ক. যখন অই=ইঈ=ঈঅ খ. যখন অই+ইঈ>ঈঅ গ. যখন অইইঈ=ঈঅ ঘ. যখন অই২=ইঈ২=ঈঅ২ ৪। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষ থাকে? ক. ৩৪২৫ খ. ৩৪৭৮ গ. ৩৫৯৫ ঘ. ৩৫৬৫ ৫। দুইটি সংখ্যার গুণফল ৪২৩৫ এবং তাদের ল.সা.গু ৩৮৫। সংখ্যা দুইটির গ.সা.গু কত? ক. ১৭ খ. ১৫ গ. ১১ ঘ. ১৩ ৬। একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে? ক. ৬,৫০০ খ. ৭০০ গ. ৮,৯৬০ ঘ. ৮,০০০ ৭। ধ২ন(ধ৩-ন৩), ধ২ন২ (ধ৪+ধ২ন২+৬৪) এবং (ধ৩+ন৩) এর ল.সা.গু. নির্ণয় করুন। ক. ধ৩ন৩(ধ৬-ন৬) খ. ধ৩ন৩(ধ৬-ন৬) গ. ধ২ন২(ধ৬-ন৬) ঘ. ধন(ধ৫-ন৫) ৮। একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন। ক. ৬৩০ মিটার খ. ৫৬০ মিটার গ. ৫৩৬ বর্গমিটার ঘ. ৬৩৬ মিটার ৯। কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? ক. ৩৭৫ জন খ. ৫০০ জন গ. ৬৫০ জন ঘ. ৭৭৫ জন ১০। ৪. হলে ী এর মান কত? ক. খ. গ. ঘ. ১১। টাকায় ৩ টি করে আম ক্রয় করে টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ক. ৫০% খ. ৩৩% গ. ৩০% ঘ. ৩১% ১২। অ ও ই পরস্পর সম্পূরক কোণ। অ=১১৫০ হলে ই কত? ক. ৬৫০ খ. ৭৫০ গ. ৮৫০ ঘ. ৯০০ ১৩। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? ক. ৪৫০ খ. ৬০০ গ. ৯০০ ঘ. ১৮০০ ১৪।  অইঈ এ অউ, অ- এর সমদ্বিখ-ক এবং অউই সূক্ষ্ম হলেÑ ক. অউঅঈ খ. অইঅঈ গ. অইঅঈ ঘ. ইউঈউ ১৫। ৩ হলে কত? ক. ৭ খ. ৯ গ. ১১ ঘ. ১৩ ১৬। নিম্নের ধারাটির দশম পদ কত? ১,৩,৬,১০,১৫,২১......... ক. ৪৫ খ. ৫৫ গ. ৬২ ঘ. ৭২ ১৭। একটি বাঁশের অংশ লাল, অংশ কালো ও অংশ সবুজ কাগজে আকৃত ও অবশিষ্ট অংশ ৬ মিটার হলে, বাঁশটির মোট দৈর্ঘ্যÑ ক. ৩০ মিটার খ. ১২০ মিটার গ. ১৮০ মিটার ঘ. ৩৫০ মিটার ১৮। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলেÑ ক. সামন্তরিক খ. রম্বস গ. ট্রাপিজিয়াম ঘ. আয়তক্ষেত্র ১৯। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে তার অতিভুজের মান কত? ক. ৭ সে.মি. খ. ৫ সে.মি. গ. ৮ সে.মি. ঘ. ৬ সে.মি. ২০। ৫০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে সাড়ে ৩০% লাভ হবে? ক. ৫১০ খ. ৫১২ গ. ৫১৭ ঘ. ৫১৮ ২১। যদুর বেতন মধুর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে মধুর বেতন যদুর চেয়ে কত টাকা কম? ক. ২৫.৫০ খ. ২৫.৯০ গ. ২৭ ঘ. ৩০.২৫ ২২। একটি চাকার পরিধি ৮ ফুট। ১ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? ক. ৫০০ খ. ৪২০ গ. ৪১০ ঘ. ৪৬০ উত্তর : ১.গ ২.ক ৩.ক ৪.গ ৫.গ ৬.গ ৭.গ ৮.ঘ ৯.খ ১০.ক ১১.ক ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.গ ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.গ ২১.খ ২২.গ
×