ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আসছেন আজ সেই চেনচো প্রিমিয়ার লীগে খেলবেন চট্টগ্রাম আবাহনীর হয়ে

প্রকাশিত: ০৬:৩৫, ১৫ অক্টোবর ২০১৬

আসছেন আজ  সেই চেনচো প্রিমিয়ার লীগে খেলবেন চট্টগ্রাম আবাহনীর হয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ একটা সময় ছিল, যখন ফুটবলে বাংলাদেশ গোনাতেও ধরতো না ভুটানকে। চার-পাঁচ বছর আগেও ঢাকার প্রিমিয়ার লীগ ফুটবলে কোন ফুটবলার খারাপ খেললেই তাকে ভুটানী ফুটবলার মানের বলে বিস্তর হাসাহাসি হতো প্রেসবক্সে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন সেই ভুটানের কাছেই হারে বাংলাদেশ। ‘এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফ থেকেই বাদ পড়তে হয়। তিন বছরের জন্য বঞ্চিত হতে হয় ফিফা-এএফসির স্বীকৃত কোন টুর্নামেন্ট খেলা থেকে। ভুটানের কাছে এই প্রথম আন্তর্জাতিক ফুটবলে পরাভূত হলো বাংলাদেশ। আর এই হারের মধ্যে দিয়েই সূচনা হতে যাচ্ছে বাংলাদেশের ক্লাবে ভুটানী খেলোয়াড়দের খেলা। থিম্পুতে গিয়ে ভুটানের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ভুটানের জয়ের নায়ক ছিলেন ফরোয়ার্ড চেনচো গায়েলতসেন। তিনি করেন জোড়া গোল। বাংলাদেশ দলের রক্ষণভাগের কাছে ছিলেন মূর্তিমান বিভীষিকার মতো। তাকে রুখতে বার বার হিমশিম খেতে হয় রায়হান-মিশু-মামুন মিয়াদের। যাকে ‘ভুটানের ক্রিস্টিয়ানো রোনাল্ডো’ বলা হয় (মজার ব্যাপারÑ চেনচো নিজেও রোনাল্ডোর ভক্ত এবং তার জার্সি নম্বরও ৭), সেই চেনচোর ওপর চোখ পড়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় পেশাদার ফুটবল ক্লাব চট্টগ্রাম আবাহনী লিমিটেডের। বাংলাদেশ প্রিমিয়ার লীগে এই দলটিতে খেলার জন্য আজ শনিবার ঢাকা আসছেন তিনি। অবশ্য বাংলাদেশের ফুটবল লীগে খেলা ভুটানী ফুটবলার চেনচোই প্রথম নন। আশির দশকে খড়গ বাহাদুর বাসনেত ঢাকা মোহমেডানের হয়ে খেলেছিলেন। চেনচো ভুটান জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে গোল করেছেন ৯টি। ভুটানের সাম্প্রতিককালের সেরা ফুটবলার হিসেবে নাম কুড়িয়েছেন। ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব দিল্লী ডায়নামোস ও পুনে সিটির হয়ে খেলার অফারও পেয়েছিলেন। থাইল্যান্ডে সুরিন ইউনাইটেডের হয়ে খেলেন। এর ফলে তিনি হন নিজ দেশের বাইরে পেশাদারী লীগ খেলা ভুটানের প্রথম ফুটবলার।
×