ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগের চারটি ম্যাচই ড্র

প্রকাশিত: ০৬:১২, ১২ অক্টোবর ২০১৬

জাতীয় ক্রিকেট লীগের চারটি ম্যাচই ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ১৮তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে চারদিনের চারটি ম্যাচই ড্র হয়েছে। বৃষ্টির কারণে কক্সবাজারে অনুষ্ঠিত প্রথম স্তরের ঢাকা বিভাগ-বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রোপলিস-খুলনা বিভাগ ম্যাচ দুটি শেষ দু’দিন কোন খেলাই হয়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার শেষদিনে ম্যাচ দুটি ড্র ঘোষণা করা হয়। দ্বিতীয় স্তরে সিলেট বিভাগ-চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগ-রংপুর বিভাগের ম্যাচ দুটিও ড্র হয়েছে। কক্সবাজারে খুলনার প্রথম ইনিংসে ২৯৩ রানের জবাবে মেট্রো বিনা উইকেটে ৫৯ রান তুলেছিল দ্বিতীয় দিনশেষে। এরপর আর খেলা হয়নি। আরেক ভেন্যুতে ঢাকা ৫২৩ রানের বিশাল সংগ্রহ গড়েছিল এবং দ্বিতীয় দিনশেষে বরিশাল ১ উইকেটে ১০৩ রান তোলার পর বৃষ্টিতে মাঠে কোন বল গড়ায়নি। এ দুটি ম্যাচই ড্র হয়েছে। দ্বিতীয় স্তরে অল্পের জন্য পরাজয় থেকে বেঁচেছে চট্টগ্রাম। ফতুল্লায় শেষদিনে ৩৭৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তারা দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৪৬ রান তোলার পর ম্যাচের সময় শেষ হয়ে যায়। সাঈদ সরকার ১১৮ বলে ১০ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬৮ রান করেছিলেন। সিলেটের রাহাতুল ফেরদৌস ৪৮ রানে ৫টি উইকেট নেন। এর আগে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে সিলেট। জাকির হাসান ১০৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮৬ এবং অলক কাপালী মাত্র ৩১ বলে ২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৫৮ রানের টর্নেডো এক ইনিংস খেলেন। আরিফ আহমেদ ৩ উইকেট নেন। বিকেএসপিতে, আগেরদিন বিনা উইকেটে ৩২ রান নিয়ে খেলতে নেমে শেষদিনে ৭ উইকেটে ২৩৩ রান তোলে রংপুর তাদের দ্বিতীয় ইনিংসে। ওপেনার সায়মন আহমেদ ১৩৩ বলে ১০ চার ও ২ ছয়ে ৯৪ এবং জাহিদ জাবেদ ৫২ রান করেন। সানজামুল ইসলাম ৪টি ও মামুন হোসেন ৩টি উইকেট নেন। এ ম্যাচটিও ড্র হয়।
×