ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মুলারের জোড়া গোলে জার্মানির জয়

প্রকাশিত: ০৬:২৫, ১০ অক্টোবর ২০১৬

মুলারের জোড়া গোলে জার্মানির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একবার জ্বলে উঠলেন রবার্ট লেভানডোস্কি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শনিবার ডেনমার্কের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন তিনি। আর তাতেই তার দল পোল্যান্ড ৩-২ গোলের জয় পায়। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে জয়যাত্রা শুরু করেছেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ গ্যারেথ সাউথগেটও। ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড এদিন ২-০ গোলে হারায় মাল্টাকে। অন্য ম্যাচে থমাস মুলারের জোড়া গোলের সৌজন্যে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি ৩-০ ব্যবধানে হারায় চেকপ্রজাতন্ত্রকে। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ড্র করেছিল পোল্যান্ড। যে কারণে শনিবার ডেনমার্কের বিপক্ষে ম্যাচটি ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর নিজেদের মাঠে এদিন ম্যাচ শুরুর ২০ মিনিটেই পোল্যান্ডকে এগিয়ে দেন রবার্ট লেভানডোস্কি। বিরতিতে যাওয়ার ৯ মিনিট আগে দ্বিতীয় গোল করে ওয়ারশর ৫৬ হাজার সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসার উপলক্ষ এনে দেন তিনি। এবার পেনাল্টিতে গোল করেন বেয়ার্ন মিউনিখের এই পোলিশ স্ট্রাইকার। ম্যাচের বয়স যখন ৪৭ মিনিট তখনই নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন রবার্ট লেভানডোস্কি। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-০। কিন্তু তারপরও ভেঙ্গে পড়েনি সফরকারী ডেনমার্ক। বরং ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে তারা। আর ৪৯ মিনিটে বিরাট ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন পোল্যান্ডের কামিল গ্লিক। কিছুটা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে ড্যানিশ ফুটবলাররা। ম্যাচের ৬৯ মিনিটে পৌলসেন গোল করলে যেন স্বস্তি ফিরে ডেনমার্ক শিবিরে! এর ফলে সফরকারী সমর্থকরা ধারণা করেন ম্যাচের ফলাফলে হয়তো পরিবর্তন আসতে পারে। কিন্তু এরপর আর কোন দলই গোল করতে পারেনি। যে কারণে ৩-২ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে পোল্যান্ড। এদিকে স্যাম এ্যালারডাইসের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ইংল্যান্ডের দায়িত্ব পান গ্যারেথ সাউথগেট। শনিবার ছিল তার প্রথম পরীক্ষা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাল্টার মুখোমুখি হয়েছিল তার দল। তবে জয় দিয়েই মিশন শুরু করলেন সাউথগেট। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে এদিন তার দল ইংল্যান্ড ২-০ গোলে খুব সহজেই হারিয়েছে মাল্টাকে। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৭৬ নাম্বারের দল মাল্টা। তাই ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল থ্রি-লায়ন্সরা। ম্যাচের ২৯ মিনিটে ড্যানিয়েল স্টারিজের গোলে এগিয়েও যায় স্বাগতিকরা। জর্ডান হেন্ডারসনের ক্রস থেকে হেডে গোল করে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসার উপলক্ষ এনে দেন লিভারপুলের ইংলিশ স্ট্রাইকার।
×