ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভুটানের বিরুদ্ধে অগ্নিপরীক্ষায় আজ বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৪, ১০ অক্টোবর ২০১৬

ভুটানের বিরুদ্ধে অগ্নিপরীক্ষায় আজ বাংলাদেশ

জাহিদুল ্ ॥ ফুটবলে বাংলাদেশের অনুর্ধ দলগুলো তাক লাগান সাফল্য পেলেও জাতীয় দল ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। ব্যর্থতার এই চিরায়ত বৃত্ত থেকে বেরিয়ে আসার উপলক্ষ ‘এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচ। কিন্তু গত সেপ্টেম্বরে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ভুটানের সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যে দলকে একসময় বলে-কয়ে আট-দশ গোলে হারাতো লাল-সবুজের দেশ, তাদের সঙ্গে এই ব্যর্থতা কিছুতেই মানতে পারেননি ক্রীড়াপ্রেমীরা। সেই হতাশা ঘোচানোর আরেকটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ ‘এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ-২’ এর এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ভুটানের বিরুদ্ধে খেলবে অতিথি বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচটি জিততে আত্মপ্রত্যয়ের কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ টম সেইন্টফিট। আক্রমণাত্মক ফুটবল খেলেই স্বাগতিকদের হারিয়ে মূল বাছাইপর্বে খেলতে চায় সফরকারীরা। ম্যাচটি খেলতে নামার আগে অবশ্য দুঃসংবাদ শুনতে হয়েছে বাংলাদেশ দলকে। রবিবার জাতীয় দলের মিডফিল্ডার ইমন মাহমুদের মা রাজিয়া খানম হার্ট এ্যাটার্ক করে মারা যান (ইন্নালিল্লাহে......রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ দলের সকল ফুটবলার ও কর্মকর্তারা শোক জানিয়েছেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচ জিততে পারলে পরের পর্বে খেলার দৌড়ে এগিয়ে থাকতো বাংলাদেশ। সেটা না হওয়ায় শঙ্কা নিয়েই ভুটান উড়াল দিয়েছে জাতীয় দল। অবশ্য নিজেদের সাধ্যমতো খেলতে পারলে মূল বাছাইয়ে খেলার সুবর্ণ সুযোগ থাকছে মামুনুল, এমিলি, রনিদের। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় আজ ফিরতি লেগে বাংলাদেশ জিতলেই পরের পর্বে খেলার সুযোগ পাবে। শুধু তাই নয়, ম্যাচ যদি গোলসহ ড্র হয় সেক্ষেত্রেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে মূল বাছাইয়ে চলে যাবে বাংলাদেশ। আর যদি এই ম্যাচটিও গোলশূন্য ড্র হয় সেক্ষেত্রে অতিরিক্তি ত্রিশ মিনিট খেলা হবে। এরপরও ফয়সালা না হলে টাইব্রেকারে ভাগ্যনির্ধারণ হবে। বাংলাদেশ দল জয়ের লক্ষ্যেই ভুটান গেছে। টোটাল টিমওয়ার্কেই দলকে খেলাতে চান কোচ সেইন্টফিট। এ কারণে তিনি দলে নেননি ডিফেন্সিভ মিডফিল্ডার। মূলত এ্যাটাকিং মিডফিল্ডার ও ডিফেন্ডারদের সমন্বয়ে মাঝমাঠকে খেলাবেন বেলজিয়ামের এই কোচ। তবে দল নির্বাচন এবারও বিতর্কের উর্ধে থাকেনি। আটজন স্ট্রাইকার নিয়ে গেছে বাংলাদেশ। জয়ের লক্ষ্যের কথা জানিয়ে বাংলাদেশ কোচ বলেছেন, এটা ঠিক ভুটানের পক্ষে থাকবে মাঠের সবকিছু। ১৫ হাজার দর্শক, উচ্চতা, কৃত্রিম টার্ফ। তবে এজন্য হাল ছেড়ে দেয়ার কোন মানে নেই। বাংলাদেশ ম্যাচ জয়ের জন্যই খেলবে। জেতার বিকল্প নেই। ম্যাচটিকে কঠিন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন সেইন্টফিট। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জন্য এটি একটি বড় পরীক্ষা যেখানে জয় ছাড়া আর কোন পথ নেই। ভুটানে ঠা-া থাকলেও উচ্চতার জন্য দমে ঘাটতি দেখা যেতে পারে। তাই আমাদের লক্ষ্য হবে কোন রকম শক্তি অপচয় না করা। এছাড়া অযথা না দৌড়ানোর কৌশলেই কাজ করতে হবে খেলোয়াড়দের। আক্রমণাত্মক খেলার কৌশলের কথা জানিয়ে বাংলাদেশ কোচ বলেন, আমি যে দল সাজিয়েছি তা দেখলেই স্পষ্ট হবে, বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলবে। আমি খুশি যে লীগে সাখাওয়াত রনি, জাফর ইকবাল, আব্দুল্লাহ, জুয়েল রানা গোল করেছে। আমার কাছে মনে হয়েছে ফরোয়ার্ডদের মান আছে কিন্তু তারা আত্মবিশ্বাসের অভাবে ভোগে। আর এই দলে এখন আছে এমিলির মতো অভিজ্ঞ নাম। আমি আশাকরি বাংলাদেশ এবার গোল পাবে। গোল করতে পারলেই আমরা বাছাইপর্ব টপকে চলে যাব মূলপর্বে। ম্যাচটি খেলতে নামার আগে আরেকটি তথ্য আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশ দলকে। এখন পর্যন্ত ভুটানের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশ ফুটবল দলের। এ পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে দু’দল। এর মধ্যে বাংলাদেশের জয় ৪টিতে, বাকি ২ ম্যাচ ড্র হয়। বাংলাদেশের সর্বশেষ জয় ৩-০ গোলে ২০১৫ সাফ সুজুকি কাপে।
×