ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ডাবল সেঞ্চুরিতে উদ্ভাসিত কোহলি

প্রকাশিত: ০৫:২৪, ১০ অক্টোবর ২০১৬

ডাবল সেঞ্চুরিতে উদ্ভাসিত কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলী, মোহাম্মদ আজহারউদ্দীন কিংবা সুনীল গাভাস্কারও যা পারেননি সেটিই করে দেখালেন বিরাট কোহলি। ‘প্রথম’ ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকালেন ‘সেনসেশনাল’ এ ব্যাটসম্যান। ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেন ২১১ রানের মনোমুগ্ধকর ইনিংস। সঙ্গে সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের ১৮৮ মিলিয়ে ৫ উইকেটে ৫৫৭ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাবে দ্বিতীয়দিন শেষে বিনা উইকেটে কিউইদের সংগ্রহ ২৮ রান। ৫২৯ রানে পিছিয়ে অতিথিরা। র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে টানা দুই জয়ে আগেই সিরিজ (২-০) নিশ্চিত করেছে ভারত। ইন্দোরেও সেই ধারা অব্যাহত রেখে প্রতিপক্ষ নিউজিল্যন্ডকে ‘হোয়াইটওয়াশে’র জন্য চোখ রাঙাচ্ছে কোহলির দল। কোহলি একবার ক্ষোভের সঙ্গে বলেছিলেন, ‘দশ ইনিংসে একবার খারাপ করলে আমি ব্যর্থ, আর জদু-মধু পনের ইনিংসে একটি সেঞ্চুরি করলেই সে ফর্মের তুঙ্গে!’ ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরির পর মাঝের চারটি মাত্র টেস্টে রানখরা যাওয়ায় অনেকে তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। সেই কোহলি ফিরলেন রাজকীয় স্টাইলে। একেবারে রেকর্ড গড়ে। ভারতের হয়ে অধিনায়ক হিসেবে টেস্টে একটি করে ডাবল সেঞ্চুরি আছে ধোনি, শচীন টেন্ডুলকর, গাভাস্কার, মনসুর আলি খান পাতৌদির। ‘ব্যাক টু ব্যাক’ সিরিজে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে গ্রেটদের পেছনে ফেললেন কোহলি, গড়লেন ভারতীয় ক্রিকেটের নতুন ইতিহাস। উইন্ডিজ সফরে এন্টিগায় প্রথম টেস্টে ঠিক ২০০ রান করে আউট হয়েছিলেন। ক্যারিয়ারের ১৩নম্বর সেঞ্চুরিটাকে ডাবলে রূপ দিয়ে এবার ফিরলেন ২১১ রানে। ৩৬৬ বলে ২০টি চার মেরেছেন ইন্ডিয়ান ‘ক্রেজি বয়’। ভারতকে সবচেয়ে বেশি ৬০ টেস্টে নেতৃত্ব দেয়া ধোনির জয় ২৭টিতে। ৪৯ টেস্টে দায়িত্ব পালন করে দ্বিতীয় স্থানে সৌরভ। ৪৭টি করে ম্যাচে আর্মব্যান্ড পরে এরপর আছেন আজহারউদ্দীন ও গাভাস্কার। কোহলির বয়স মাত্র ২৭। ধোনির কাছ থেকে টেস্টের নেতৃত্ব পেয়েছেন গত বছরই। ১৭ টেস্টে ৯ জয়ে সাফল্যের হারে (৫২.৯৪%) এখনই পূর্বসূরিদের ছাড়িয়ে গেছেন বিরল প্রতিভাধর এই ব্যাটসম্যান। ৩ উইকেটে ২৬৭ রান নিয়ে রবিবার দ্বিতীয়দিনের খেলা শুরু করে ভারত। ২ উইকেট হারিয়ে এদিন আরও ২৯০ রান যোগ করেন তারা। কোহলি নেমেছিলেন ১০৩ রান নিয়ে, রাহানে ৭৯। ৩৮১ বলে ১৮ চার ও ৪ ছক্কায় ১৮৮ রান করে আউট হন রাহানে। ২৯তম টেস্টে ক্ল্যাসিক্যাল রাহানের এটি অষ্টম সেঞ্চুরি ও ব্যক্তিগত সর্বোচ্চ রান। চতুর্থ উইকেট জুটিতে ৩৬৫ রান যোগ করেন কোহলি-রাহানে; ভারতের হয়ে যে কোন উইকেট জুটিতে যা পঞ্চম সর্বোচ্চ রানের নজির। কোহলিতে মুগ্ধ সৌরভ বলেন, ‘ওকে দেখে মনে হলো রান করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। প্রথমে ক্রিজে মানিয়ে নিতে একটু সময় নিয়েছে। তবে মারার বল একটাও ছাড়েনি। এরপর খোলশ ছেড়ে কি অসাধারণ ব্যাটিং। আমার বিশ্বাস কেবল ডাবল সেঞ্চুরিতে নয়, একদিন ও ভারতীয় অধিনায়কদের রেকর্ডের অনেক কিছুকেই অন্যদের ছাড়িয়ে যাবে। কোহলি অন্য জাতের ব্যাটসম্যান।’ হতাশার দিনে নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন পেসার ট্রেন্ট বোল্ট ও স্পিনার জিতেন প্যাটেল। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৫৫৭/৫ ডিক্লেঃ (১৬৯ ওভার; কোহলি ২১১, রাহানে ১৮৮, রোহিত ৫১*, জাদেজা ১৭*, পূজারা ৪১, গাম্ভীর ২৯, বিজয় ১০; বোল্ট ২/১১৩, প্যাটেল ২/১২০, স্যান্টনার ১/১৩৭) নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৮/০ (৯ ওভার; গাপটিল ১৭*, লাথাম ৬*)। ** দ্বিতীয়দিন শেষে
×