ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ব্যালন ডি’অর জয়ে সি আর সেভেনকে এগিয়ে রাখলেন জাভি

আরও দশ বছর খেলতে চান রোনাল্ডো, ফিরতে মরিয়া মেসি

প্রকাশিত: ০৬:২৮, ৫ অক্টোবর ২০১৬

আরও দশ বছর খেলতে চান রোনাল্ডো, ফিরতে মরিয়া মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন কমপক্ষে আরও দশ বছর খেলা চালিয়ে যেতে চান তিনি। সময়ের অন্যতম সেরা এই তারকা আগামী ব্যালন ডি’অর জয়েও ফেবারিট বলে মনে করেন সাবেক বার্সিলোনা তারকা জাভি হার্নান্দেজ। এদিকে ইনজুরিতে মাঠের বাইরে থাকা লিওনেল মেসি দ্রুত ময়দানী লড়াইয়ে ফিরতে চান বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ এডগার্ডো বাউজা। ৪০তম জন্মদিনের আগে বুটজোড়া তুলে রাখার কোন চিন্তাই করছেন না রোনাল্ডো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৯১ ম্যাচে ১১৮ গোল করা রোনাল্ডো রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর এ পর্যন্ত খেলা ৩৫৪ ম্যাচে করেছেন ৩৬৭ গোল। ক্লাব ক্যারিয়ারে এ পর্যন্ত চারটি প্রিমিয়ার লীগ, একটি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতেছেন সি আর সেভেন। গত জুলাইয়ে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড পর্তুগালের হয়ে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মুকুট। পর্তুগালের রাজধানী লিসবনে নিজের নতুন হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে রোনাল্ডো জানিয়েছেন ফুটবল ক্যারিয়ার নিয়ে নিজের লক্ষ্য। রোনাল্ডো বলেন, জীবনটা শুধু ফুটবল নিয়ে নয়। যদিও ফুটবল আমার সবচেয়ে বড় ভালবাসা, আমি অবশ্যই ভবিষ্যত নিয়ে ভাবতে শুরু করব। আমার সামনে খুব বেশি বছর পড়ে নেই, কমবেশি দশ বছর। গত জুলাইয়ে পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করতে নেতৃত্ব দেয়া রোনাল্ডো গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লীগ জেতাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সবশেষ ২০১৪ সালে ফিফা ব্যালন ডি’অর জেতা রোনাল্ডো এই দুই সাফল্যের কারণেই এবার আবার জিততে পারেন বলে মনে করছেন জাভি। অ্যামস্টারড্যামে এক অনুষ্ঠানে সাবেক বার্সা মিডফিল্ডার বলেন, এ বছরের ব্যালন ডি’অর জিততে ক্রিশ্চিয়ানোর অনেক নম্বর আছে। চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরো জিতেছে সে। তবে লড়াইটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও আমি মনে করি। কারণ অবশ্যই মেসিও (লড়াইয়ে) আছে। অবশ্য গত মাসে জাভির ছিল ভিন্নœ মত। তিনি বলেছিলেন, যে ফুটবল পছন্দ করে সে রোনাল্ডোর চেয়ে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকেই এগিয়ে রাখবেন। এতে ক্ষোভ প্রকাশ করেন পর্তুগীজ ফরোয়ার্ড। সেইসঙ্গে কখনও ব্যালন ডি’অর জিততে না পারার বিষয়ে স্পেনের সাবেক মিডফিল্ডারকে খোঁচাও দিয়েছিলেন। এবার এ কারণেই হয়ত রোনাল্ডোর পক্ষে কথা বলেছেন জাভি! উল্লেখ্য, গত ছয় বছর ফ্রান্স ফুটবল ও ফিফা একসঙ্গে ‘ফিফা ব্যালন ডি’অর’ দিয়ে আসছিল। তবে চুক্তি শেষ হয়ে যাওয়ায় এখন থেকে আলাদাভাবে পুরস্কার দেবে দুই সংগঠন। এদিকে মেসি চোট থেকে যত দ্রুত সম্ভব সেরে উঠতে চায় বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ বাউজা। তবে মেসি খেলতে মরিয়া হয়ে থাকলেও তাকে আর্জেন্টিনা ও বার্সিলোনার ভালভাবে দেখভাল করতে হবে বলেও মনে করিয়ে দেন তিনি। গত ২১ সেপ্টেম্বর এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচে কুঁচকির চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে আছেন মেসি। মেসির চোট পাওয়া নিয়ে এর আগে বার্সিলোনার দিকে অভিযোগের আঙ্গুল তুললেও এবার আর কোন ঝামেলায় যাননি বাউজা। তিনি এক সাক্ষাতকারে বলেন, মেসি তার চোট নিয়ে চিন্তিত। সে খেলতে চায়। তাকে মাঠের বাইরে রাখাটা কঠিন। আর্জেন্টাইন কোচ বলেন, আমরা তাকে স্কোয়াডে রাখার বিষয়টি বিবেচনা করিনি। আমাদের সম্মিলিতভাবে সতর্ক থাকতে হবে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর মাঠে আর্জেন্টিনা খেলতে নামবে বাংলাদেশ সময় শুক্রবার সকালে। পাঁচদিন পর নিজেদের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু এই দুই ম্যাচ খেলতে পারবেন না মেসি।
×