ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

চট্টগ্রামে খালেদা ও তারেকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:০৪, ৪ অক্টোবর ২০১৬

চট্টগ্রামে খালেদা ও তারেকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের হয়েছে। সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে ৫৭ ধারায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের। মামলার বাদীর কৌঁসুলি সাবেক পিপি এ্যাডভোকেট আবুল হাশেম জানান, মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের সঙ্গে যাকে আসামি করা হয়েছে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইরাদ আহমেদ সিদ্দিকী। আদালত মামলার নথি গ্রহণ করেছে। পরে এ বিষয়ে আদেশ দেবে। মামলার বিবরণে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ইরাদ আহমেদ সিদ্দিকী তার ফেসবুক পাতায় ইংরেজীতে একটি স্ট্যাটাস দেন, যার অর্থ দাঁড়ায়- ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়। কিন্তু তাকে হত্যা করা সম্ভব নয়। কারণ শেখ হাসিনার চারদিকে ভারতের বিশেষ নিরাপত্তা চাদর রয়েছে। ভারতীয়রা শেখ হাসিনার নিরাপত্তা বিধান করছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থেরই প্রতিনিধিত্ব করছেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও ইরাদ আহমেদ সিদ্দিকী ওই পাতায় মন্তব্য করেন। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করার কারণ হিসেবে বাদীর আইনজীবী বলেন, ইরাদ আহমেদ বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তিনি নিশ্চয়ই শীর্ষ নেতাদের অনুমতিক্রমেই এ পোস্ট দিয়েছেন। সেজন্য তাদেরও আসামি করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও গত ২৮ ডিসেম্বর ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় সিএমপির কোতোয়ালি থানায় আরেকটি মামলা দায়ের হয়। এতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও আনা হয়। ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর পুত্র।
×