ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পিছিয়ে পড়েও জয় লিভারপুলের

প্রকাশিত: ০৬:২৯, ২ অক্টোবর ২০১৬

 পিছিয়ে পড়েও জয় লিভারপুলের

স্পোর্টস রিপোর্টার ॥ লিভারপুলকে রোমাঞ্চকর জয় উপহার দিলেন জেমস মিলনার। শনিবার পেনাল্টিতে করা তার গোলের সৌজন্যেই লিভারপুল ২-১ গোলে হারায় সোয়ানসি সিটিকে। সেইসঙ্গে ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসে জার্গেন ক্লপের দল। অথচ সোয়ানসি সিটির লিবার্টি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল শক্তিশালী লিভারপুল। প্রথমার্ধের ৮ মিনিটে অসাধারণ এক গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান লেরয় ফার। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্সেস্কো গুইদোলিনের দল। কিন্তু বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। আর ম্যাচের ৫৪ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলেই সমতায় ফিরে লিভারপুল। এরপর সমতা নিয়েই ম্যাচ শেষ করার স্বপ্ন দেখতে শুরু করেছিল স্বাগতিক দলের সমর্থকরা। কিন্তু ম্যাচের বয়স যখন ৮৪ মিনিট তখনই পেনাল্টি পায় সফরকারী লিভারপুল। আর পেনাল্টির সেই সহজ গোলের সুযোগ কাজে লাগাতে মোটেই ভুল করেননি জেমস মিলনার। এর ফলে এই গোলেই ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা। চলতি মৌসুমে একটি মাত্র ম্যাচে হেরেছে লিভারপুল। ক্রিকেটেও ভারত-পাকিস্তান যুদ্ধ! স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলায় ভারতীয় সৈন্য মারা যাওয়ায় ভারত-পাকিস্তান সীমান্তে এখন যুদ্ধাবস্থা। সম্পর্ক নিকট অতীতের সবচেয়ে খারাপ অবস্থায়। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। দিপক্ষীয় সিরিজ আগে থেকেই বন্ধ। এবার বৈশ্বিক টুর্নামেন্টেও পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি নয় ভারত! আগামী ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে দু-দল। এই ম্যাচ নিয়ে দ্বিমত পোষণ করেছেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। বিশ্বকাপসহ যে কোন টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে ভারতকে যেন একই গ্রুপে না রাখা হয়।
×