ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

হাসিনাকে মোদি আপনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে

প্রকাশিত: ০৬:১৯, ২৯ সেপ্টেম্বর ২০১৬

হাসিনাকে মোদি আপনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে

বিশেষ প্রতিনিধি ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, ‘আপনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন থেকে নিরাপত্তা- সব ক্ষেত্রেই বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। আপনার দৃঢ় নেতৃত্ব দেশে কঠিন সময় চলাকালে বাংলাদেশের জনগণকে আশার আলো যুগিয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জš§দিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জš§দিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়ে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি আরও বলেন, ‘আমি আমার অন্তস্থল থেকে আপনার জš§দিনে আপনাকে (শেখ হাসিনা) অভিনন্দন জানাচ্ছি এবং আপনার মঙ্গল কামনা করছি।’ ভারতের প্রধানমন্ত্রী বলেন, আগামী মাসে গোয়ায় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের জন্য ঢাকা-দিল্লীর আলোচ্যসূচীর ব্যাপারে আলোচনার অপেক্ষায় তিনি রয়েছেন। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগ এগিয়ে নিতে শেখ হাসিনা ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জš§দিনে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাস নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা প্রকাশ করে। প্রসঙ্গত, নরেন্দ্র মোদি গত বছর বাংলাদেশ সফর করেন।
×