ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেকর্ডের সামনে সাকিব

প্রকাশিত: ০৬:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০১৬

রেকর্ডের সামনে সাকিব

মোঃ মামুন রশীদ ॥ বাংলাদেশ দল যখনই আন্তর্জাতিক ক্রিকেটে নামে, আলোচনার কেন্দ্রে থাকেন সাকিব আল হাসান। যে কোন দলের জন্যই অন্যতম পর্যালোচনার বিষয় এ ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। অনেক ধরনের জাতীয় রেকর্ড যেমন তার দখলে আন্তর্জাতিক কিছু রেকর্ডও গড়েছেন তিনি। এবার আরেকটি বিরল রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ২৯ বছর বয়সী সাকিব। টেস্ট ও টি২০ ক্রিকেটে বর্তমানে দেশের পক্ষে সর্বাধিক উইকেট শিকার করে ফেলেছেন। এবার ওয়ানডেরও সেরা হওয়ার সুযোগ তার সামনে। সেজন্য দরকার মাত্র আর একটি উইকেট। তাহলে ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে সর্বাধিক উইকেট শিকারী (২০৭ উইকেট) বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে ছুঁয়ে ফেলবেন তিনি। আফগানদের জন্য তাই ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে বিশ্বে চার নম্বরে থাকা সাকিব অনেক বড় একটি হুমকি নিঃসন্দেহে। অপরদিকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আফগানদের লেগস্পিনাররা। এর মধ্যে ১৮ বছর বয়সী তরুণ লেগস্পিন গুগলি বোলার রশিদ খান হুমকি হয়ে উঠতে পারেন। বিসিবি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও তিনি দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছেন। এমনকি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজেই মনে করছেন রশিদ বর্তমানে বিশ্বের সেরা লেগস্পিনারদের মধ্যে অন্যতম। সাকিবের মতোই ব্যাট হাতেও দারণ কার্যকর তিনি। তাই সিরিজের শুরু থেকেই সাকিব-রশিদের মধ্যে একটা জমজমাট লড়াই থাকবে। দীর্ঘদিন ধরেই ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান দখল করে আছেন সাকিব। দীর্ঘ সাড়ে ১০ মাস বাংলাদেশ দল ওয়ানডে খেলেনি, এরপরও সাকিবকে কেউ ছুঁতেও পারেননি। এর কারণ নিজেকে অন্যরকম এক উচ্চতায় তুলে রেখেছেন ধারাবাহিক দুরন্ত নৈপুণ্য দিয়ে। বল হাতে তিনি যেমন যে কোন প্রতিপক্ষের জন্য ভয়ানক, ব্যাট হাতেও সমান পারদর্শী এবং সবার কাছে বিশেষভাবে বিবেচনার। তিন ফরমেটেই তিনি বাংলাদেশ দলকে নিয়মিতভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন। সে কারণে টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন ফরমেটেই মাঝে দীর্ঘ সময় বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শীর্ষ অলরাউন্ডারের অবস্থানটা ধরে রেখেছিলেন তিনি। সম্প্রতি টেস্ট ও টি২০ ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডারের অবস্থান হারিয়েছেন। তবে এই দুই ফর্মেটে তিনি বাংলাদেশের পক্ষে সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেছেন আগেই। ৪২ টেস্টে ১৪৭ উইকেট এবং ৫৪ টি২০ খেলে ৬৫ উইকেট শিকার করে বাংলাদেশী বোলারদের মধ্যে সবার ওপরে তিনি। টেস্টে সাকিবের পরের স্থানটা অবসরে যাওয়া বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের। তিনি ১০০ উইকেট পেয়েছেন। আর টি২০ ক্রিকেটে ৪৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রাজ্জাক। এবার ওয়ানডে ক্রিকেটেও বাংলাদেশের সর্বকালের সেরা বোলার হওয়ার সুবর্ণ সুযোগ। ১৫৩ ওয়ানডে খেলে ২০৭ উইকেট শিকার করে দীর্ঘদিন ধরে শীর্ষে আছেন রাজ্জাক। কিন্তু তার একেবারে নাগালের মধ্যে চলে এসেছেন সাকিব। ১৫৭ ওয়ানডে থেকে সাকিবের উইকেট ২০৬টি। আরেকটি উইকেট পেলে রাজ্জাককে ছুঁয়ে ফেললেই তিন ফরমেটে দেশের পক্ষে সর্বাধিক উইকেটশিকারী হয়ে অনন্য এক নজির সৃষ্টি করবেন তিনি। এর আগে কোন বাংলাদেশী বোলারই এই কীর্তি গড়তে পারেননি। অবশ্য ওয়ানডের সেরা হয়ে যেতে পারেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তিনি সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ১৫৮ ম্যাচে ২০৩ উইকেট নিয়ে। তবে মিরপুরের ধীর উইকেটে আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিবের সম্ভাবনাটাই বেশি। শুধু বল হাতে নিজের রেকর্ডের বিষয়টিই নয়, দলকেও জয় পেতে মুখ্য ভূমিকা রাখেন সাকিব। ব্যাট হাতে ওয়ানডেতে তিনি ৪৩৯৮ ও টি২০ ক্রিকেটে ১১০৩ রান করে তামিম ইকবালের পরেই বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। টেস্টেও ২৮২৩ রান করে তৃতীয় অবস্থানে তিনি। তিন ফরমেটেই নির্ভরযোগ্য বোলার এবং ব্যাটসম্যান সাকিব। ছোট দল আফগানিস্তানের হয়ে খেললেও রশিদ ঠিক একই ভূমিকায়। দারুণ অলরাউন্ডার এ তরুণ ক্রিকেটার। সবেমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা শুরু হলেও আলো ছড়িয়ে নিজের সামর্থ্য প্রমাণ করে চিনিয়েছেন সবাইকে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি তার বিষয়ে বলেন, ‘আমার মতে সে বিশ্বের শীর্ষ লেগস্পিনারদের মধ্যে অন্যতম। সে বেশ ভয়ঙ্কর এবং ভাল বোলার। আমি মনে করি আফগানিস্তানে জন্ম নেয়াটা তার জন্য দুর্ভাগ্যের। নাহলে অবশ্যই শীর্ষস্থানীয় অবস্থানে থাকত।’ শুক্রবার বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাশরাফির কথাটির প্রমাণ দিয়েছেন রশিদ। ব্যাট হাতে দলের বিপর্যয়ের মুখে ৩০ রান করার পর বল হাতে ঘূর্ণি জাদু ভালই দেখিয়েছেনÑ মাত্র ২৫ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। ১৩ ওয়ানডেতে ২২.৭০ গড়ে ২০ উইকেট নেয়ার পাশাপাশি করেছেন ২৭.৭৫ গড়ে ২২২ রান। সেরা বোলিং নৈপুণ্য ২১ রানে ৪ উইকেট এবং ব্যাটিংয়ে অপরাজিত ৬০ রানের ইনিংস। গত ১৭ জুলাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে বেলফাস্টে অনুষ্ঠিত ওয়ানডেতে এই ব্যাট-বলের দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন তিনি। তাই সাকিব-রশিদের লড়াইটা বেশ উত্তাপ ছড়াবে এবারের সিরিজে।
×