ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ

খেলার সিদ্ধান্ত নেবেন তামিম নিজেই

প্রকাশিত: ০৬:০১, ১৯ সেপ্টেম্বর ২০১৬

খেলার সিদ্ধান্ত নেবেন তামিম নিজেই

স্পোর্টস রিপোর্টার ॥ ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। সেই চোট সেরে গেছে। আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারবেন তামিম। তবে যে অবস্থা আছে, তাতে তামিমকেই সিদ্ধান্ত নিতে হবে, সিরিজে খেলবেন কি খেলবেন না। এমন অবস্থায় যে নিজের প্রতি আত্মবিশ্বাসই সবচেয়ে বড় সম্বল। রবিবার তামিমের আঙ্গুলের স্ক্যান করানো হয়েছে। তাতে কোন সমস্যা ধরা পড়েনি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীই যেমন বলেছেন, ‘তামিমের অবস্থা এখন ভাল। স্ক্যান করানো হয়েছে। তাতে কোন সমস্যা ধরা পড়েনি।’ সঙ্গে এও জানালেন, ‘এখন সব কিছু নির্ভর করছে তামিমের উপর। দুই-তিন ব্যাটিংয়ে পর বোঝা যাবে তার অবস্থা। তামিম নিজেই বুঝতে পারবে নিজের অবস্থা। তবে আমার মনে হয় না আফগানিস্তান সিরিজ মিস হবে তামিমের। ওখানে খুব স্বাভাবিকভাবেই খেলতে পারার কথা তার।’ দুই একদিনের মধ্যেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তার আগে আজ তামিম ব্যাট হাতে নিতে নিজেকে ঝালিয়ে নেবেন। আত্মবিশ্বাস পেলেই খেলবেন। আর তখন দলেও থাকবেন। যদি তামিম নির্বাচকদের জানান যে খেলতে পারবেন না, তাহলেই কেবল চূড়ান্ত দলে তামিমকে রাখা হবে না। নয়ত স্বাভাবিকভাবেই তামিম থাকবেন। এবং খেলবেনও। গত মাসের ২৮ তারিখে ইনডোরে ব্যাটিং করতে গিয়ে চোট পান তামিম। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে যা দুঃসংবাদ হয়েই এসেছিল। বাম হাতের আঙ্গুলে চোট পান তামিম। এমআরআই তাৎক্ষণিক করানোও হয়। তাতে সমস্যাও ধরা পড়ে। চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে তাও জানানো হয়। চার সপ্তাহ হয়নি। এমনকি তিন সপ্তাহও হয়নি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে ২৫ সেপ্টেম্বর। এর মধ্যে তিন সপ্তাহ হয়ে চার সপ্তাহও হয়ে যাবে। তবে তার আগেই চোট সেরে গেছে তামিমের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তখনই বলেছিলেন, ‘এখনও যেহেতু সময় আছে তাই আশা করছি তামিম সুস্থ হয়েই ইংল্যান্ড সিরিজে দলে থাকবে।’ ইংল্যান্ড সিরিজের আগেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হচ্ছে। সেই সিরিজেই তামিম ফিরবেন, এমনই আশা করা হচ্ছে। তবে সবকিছু এখন তামিমের উপরই নির্ভর করছে। যদি তামিম স্বাচ্ছন্দ্য ভাবেই ব্যাটিং করতে পারেন, তাহলে খেলবেন। আর না করতে পারলে নিজেই সিরিজ থেকে সরে দাঁড়াবেন। সেটি দুই-তিনদিনের মধ্যেই বোঝা যাবে। ২০ অথবা ২১ সেপ্টেম্বর জাতীয় দল ঘোষণা করা হবে। ১৪ সদস্যের দলে শেষপর্যন্ত তামিম থাকেন কিনা সেটিই এখন দেখার বিষয়।
×