ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাহমানের মৃত্যু দিয়ে সমাপ্ত প্যারা অলিম্পিক

প্রকাশিত: ০৬:০০, ১৯ সেপ্টেম্বর ২০১৬

বাহমানের মৃত্যু দিয়ে সমাপ্ত প্যারা অলিম্পিক

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের প্যারা অলিম্পিক নিয়ে ছিল অনেক ধরনের শঙ্কা। কারণ গ্রীষ্মকালীন অলিম্পিক নিয়েই যত ধরনের জল্পনা-কল্পনা ছিল সেটা শেষ হওয়ার পর সবাই রিও ডি জেনিরোর দিক থেকে মুখ ঘুরিয়েই রেখেছেন। সে কারণে এবার প্যারা অলিম্পিক নিয়ে মানুষের আগ্রহ তেমন ছিল না। কিন্তু নিঃশব্দে-নির্বিঘেœই এগিয়ে যাচ্ছিল এ আসরটি গত ৭ সেপ্টেম্বর থেকে। ব্রাজিল সময় অনুসারে রবিবারই (আজ ভোরে) পর্দা নামল এবারের আসরটির। ব্যর্থতায় পর্যবসিত হওয়ার যে শঙ্কা ছিল সেটা হয়নি। কিন্তু শেষ মুহূর্তে একটি মর্মন্তুদ ঘটনায় প্যারা অলিম্পিকের দিকে সবার দৃষ্টি ঘুরে গেছে। ইরানের সাইক্লিস্ট বাহমান গোলবারনেজহাদ দুর্ঘটনায় পরে মৃত্যুবরণ করেছেন। এবার প্যারা অলিম্পিকে বিশ্বের ১৫৯ দেশের ৪ হাজার ৩৪২ এ্যাথলেট অংশ নিয়েছেন। সবমিলিয়ে ৫২৮ ইভেন্টে স্বর্ণের লড়াই হয়েছে ২২ ক্রীড়ায়। মূল অলিম্পিকে যুক্তরাষ্ট্র আবার শ্রেষ্ঠত্ব নিয়ে শেষ করলেও প্যারা অলিম্পিকে যেকোন প্রতিপক্ষের চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে চীন। তারা শতাধিক স্বর্ণপদক জয় করেছে। এরপরই আছে যুক্তরাজ্য, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। স্বাগতিক ব্রাজিল ৮ নম্বর অবস্থানে। শেষদিনে সমাপনী উৎসবের আগে হয়েছে রাগবি ও ম্যারাথনসহ আরও কিছুসংখ্যক ইভেন্টে স্বর্ণের ফয়সালা। বেশ স্বাভাবিক ছন্দেই এগিয়ে চলছিল প্যারা অলিম্পিক। কিন্তু শনিবার ঘটে গেলে দুর্ঘটনা। সাইক্লিংয়ের মাউন্টেন রোড রেস চলছিল। ৪৮ বছর বয়সী ইরানী সাইক্লিস্ট বাহমানও ছিলেন। কিন্তু মাউন্টেনেরই এক এবড়ো-খেবড়ো জায়গায় গিয়ে আর ভারসাম্য রাখতে পারেননি বাম পা বিহীন এ সাইক্লিস্ট। তিনি পড়ে যান। হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার আগেই মৃত্যুবরণ করেন এ ইরানিয়ান সাইক্লিস্ট। বাহমানের মৃত্যুটা প্যারা অলিম্পিকের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। আর আয়োজকসহ অন্য এ্যাথলেটরাও হয়েছে ব্যথিত। আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ফিলিপ ক্র্যাভেন এটিকে সত্যিকারের হৃদয়-ভাঙ্গা ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন। এ্যাথলেটদের ভিলেজে ইরানী পতাকা অর্ধনমিত রাখা হয়। সমাপনী অনুষ্ঠানে বাহমানের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। তবে এরপরও মারাকানা স্টেডিয়ামে এবারের প্যারা অলিম্পিক নির্বিঘেœ শেষ হওয়ার কারণে বর্ণিল এক সমাপনী উৎসব হয়েছে। নাচ-গানসহ ব্রাজিলিয়ান সংস্কৃতির বিভিন্ন উপস্থাপনা করা হয়েছে। সমাপনী উৎসবের প্রযোজক ফ্ল্যাভিও মাচাডো বলেছেন, ‘এটাই উদযাপনের উপযুক্ত সময়। অনেকে ভেবেছিলেন এবার প্যারা অলিম্পিক একেবারেই ব্যর্থ হবে এবং ঠিকভাবে শেষ করা সম্ভব হবে না। সেসব মিথ্যা হয়ে গেছে।’ আয়োজক কর্মকর্তারা দাবি করেছেন সবমিলিয়ে শনিবার পর্যন্তই তারা ২১ লাখ টিকেট বিক্রি করেছেন। ২০১২ সালে লন্ডন প্যারা অলিম্পিকের চেয়ে এটা কম হলেও ২০০৮ সালে বেজিং আসরের চেয়ে বেশি। তাই সফলই হয়েছে এবারের প্যারা অলিম্পিকও এমন দাবি আয়োজকদের।
×