ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মরগান কি তাহলে আসবেন না?

প্রকাশিত: ০৪:২৪, ১০ সেপ্টেম্বর ২০১৬

মরগান কি তাহলে আসবেন না?

স্পোর্টস রিপোর্টার ॥ সিদ্ধান্ত নেয়ার জন্য খেলোয়াড়দের সময় সীমা (শনিবার পর্যন্ত) বেঁধে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগানের যা বক্তব্য, তাতে তিনি বাংলাদেশ সফরে আসছেন কিনা, সেটি নিয়ে সংশয় রয়েছে। ঢাকা ও মুম্বাইয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়ে দুটি বিরূপ অভিজ্ঞতার উল্লেখ করে এমনটাই জানিয়েছেন তিনি। ইংলিশ ওয়ানডে-টি২০ সেনাপতি বলেন, ‘আইপিএলে একবার ম্যাচ খেলার সময় বাইরে বোমা বিস্ফোরণ হয়েছিল। তখন দ্রুত বিমানবন্দরে চলে যাই। আবার বাংলাদেশে যখন প্রিমিয়ার ডিভিশনে খেলতে গিয়েছিলাম, তখন সেখানে নির্বাচনী সহিংসতা ছিল ভয়বাহ। এ রকম পরিস্থিতি আমাকে বিক্ষিপ্ত কর দিয়েছিল। নিজেকেই প্রশ্ন করেছি, আবার এমন পরিস্থিতিতে পড়তে চাই কিনা’। ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে এমন মন্তব্য করেন মরগান। যাতে সফরের বিষয়ে তার নেতিবাচক মনোভাব আরও স্পষ্ট। তবে ২৯ বছর বয়সী ইংলিশ তারকা সরাসরি ‘না’ বলেননি। ২০১৩ সালে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের হয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে খেলতে মরগান ঢাকায় এসেছিলেন। নির্বাচনী সহিংসতায় বাংলাদেশে তখন খুব বাজে অবস্থা। বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতি, পেট্রোলবোমায় সন্ত্রস্ত জনপদ। তার আগে ২০১০ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রয়ল্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলার সময়ও মরগানের এমন ভীতিকর অভিজ্ঞতা হয়েছিল। চিন্মস্বামী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে দুটি বোমার বিস্ফোরণ হয়েছিল। পরে অবশ্য খেলাটি শেষ হয়েছিল। ‘আইপিএলে সেদিন ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।’ বলেন মরগান। ওই সব ঘটনা মনে করেই ওয়ানডে অধিনায়কের দ্বিধা কাটছে না। বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমি নিরাপত্তা নিয়ে ওই দুটি ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী। তখনই নিজেকে বলেছিলাম, আর কখনই এমন পরিস্থিতিতে পড়তে চাই না। ক্রিকেট মানে তো অন্য কিছু নিয়ে দুশ্চিন্তা নয়। এটা হওয়া উচিত আপনার জীবনের সেরা আনন্দের সময়। উপভোগের। সারাক্ষণ মনের মধ্যে যদি ভয় কাজ করে, তবে কিভাবে সম্ভব?’ গুলশানে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। পরে ইসিবির পর্যবেক্ষক দল ঢাকা ও চট্টগ্রাম ঘুরে গিয়ে গ্রীন সিগন্যাল দেয়। ইসিবি সফরের বিষয়টি ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয়। মরগান জট পাকালেও টেস্ট অধিনায়ক এ্যালিস্টার কুক, অলরাউন্ডার মঈন আলি, ক্রিস জর্ডান, জস বাটলারসহ অনেক ক্রিকেটারই আসবেন বলে জানিয়ে দিয়েছেন। এমন কি দলটির প্রধান কোচ অস্ট্রেলিয়ান ট্রেভর বেইলিস, সহকারী পল ফারব্রেস সফরের জন্য চূড়ান্তভাবে তৈরি। সর্বশেষ গ্যারি ব্যালান্সও তাদের বহরে যোগ দিয়েছেন। ২৬ বছর বয়সী ইংলিশ ব্যাটসম্যান বলেন, ‘পর্যবেক্ষক রেড ডিকাসনের কথা শুনেছি। এন্ড্রু স্ট্রসের (ইসিবির প্রধান পরিচালক) ই-মেইল পেয়েছি। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে কথা বলছি। কিন্তু আমি ইসিবি ও পরামর্শক দলের সিদ্ধান্তকে গুরুত্ব দেব। পরামর্শকরা যা বলবেন এবং শেষ পর্যন্ত দলে নির্বাচিত হলে প্রস্তুতি নেব। ট্যুর নিয়ে এখনও পুরোপুরি ব্রিফিং পাইনি।’ আগামী মাসে (৭-২৮ অক্টোবর) বাংলাদেশ সফরে ইংলিশরা তিনটি করে ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলবে।
×