ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ওয়ালটন টেনিস অমল রায়-প্রীতির দ্বি মুকুট

প্রকাশিত: ০৬:৩৫, ৯ সেপ্টেম্বর ২০১৬

ওয়ালটন টেনিস অমল রায়-প্রীতির  দ্বি মুকুট

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন উন্মুক্ত টেনিস টুর্নামেন্ট’-এর প্রথম আসর বৃহস্পতিবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শেষ হয়েছে। এতে দ্বি মুকুট জিতেছেন পুরুষ এককে অমল রায় এবং মহিলা এককে আফরানা ইসলাম প্রীতি। পুরুষ এককের ফাইনালে অমল রায় (ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার) ৬-৩, ৬-৩ গেমে দীপু লালকে (নোভা নরডিক), পুরুষ দ্বৈতে অমল রায় ও রঞ্জন রাম জুটি ৬-৩, ৬-৩ গেমে দীপু লাল ও আনোয়ার হোসেন জুটিকে; মহিলা এককে আফরানা ইসলাম প্রীতি (বিকেএসপি) পপি আক্তারকে (বিকেএসপি) হারিয়ে চ্যাম্পিয়ন হন। এছাড়া বালক এককে (অ-১৮) মোঃ ইশতিয়াক (বিকেএসপি), বালিকা এককে (অ-১৮) আফরানা ইসলাম প্রীতি (বিকেএসপি), বালক এককে (অ-১৪) জুয়েল রানা (এলিট টেনিস একাডেমি), বালিকা এককে (অ-১৪) ইতি আক্তার, বালক এককে (অ-১২) আলভি, বালিকা এককে (অ-১২) মাসফিয়া আফরিন, বালক এককে (অ-১০) নাদিম মোল্লা (বিকেএসপি), বালিকা এককে (অ-১০) দীপান্বিতা মিত্র চৌধুরী (এনটিসি), বালক এককে (অ-৮) অনিত রাম পাশি (এলিট একাডেমি) ও বালিকা এককে (অ-৮) সর্বজয়া মেঘশ্রী (এনটিসি) চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, ১ লাখ ৪৮ হাজার টাকার প্রাইজমানির এই প্রতিযোগিতায় ১৩ ইভেন্টে ফেডারেশনের এ্যাফিলিয়েটেড ক্লাব ও সংস্থাগুলো থেকে দুই শতাধিক খেলোয়াড় অংশ নেয়।
×