ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জিদান-রোনাল্ডো আবার একসঙ্গে

প্রকাশিত: ০৬:৪৭, ২৬ আগস্ট ২০১৬

জিদান-রোনাল্ডো আবার একসঙ্গে

স্পোর্টস রিপোর্টার ॥ দুইজনই বিখ্যাত। একজন ফ্রান্সের সাবেক ফুটবলার জিনেদিন জিদান। যিনি এখন রিয়াল মাদ্রিদের কোচ। আরেকজন ব্রাজিলের সাবেক ফুটবলার রোনাল্ডো। দুইজনই আবার রিয়াল মাদ্রিদে খেলেছেন। আবার একই দলে একসঙ্গে হচ্ছেন দুইজন। রিয়াল মাদ্রিদের পরামর্শক হিসেবে রোনাল্ডোর নাম জোরেশোরেই শোনা যাচ্ছে। স্প্যানিশ দৈনিক মার্কার দেয়া এ তথ্য সঠিক হলে দুইজন আবার একসঙ্গে হবেন। ক্যারিয়ারে দু’জন বিখ্যাত রোনাল্ডোকে পেয়েছেন জিনেদিন জিদান। একজন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যিনি এখন রিয়াল মাদ্রিদে জিদানের শিষ্য। অন্যজন ‘রোনাল্ডো দ্য ফেনোমেনন’। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এ তারকার সঙ্গে রিয়াল মাদ্রিদেই খেলেছেন জিদান। সাবেক এ সতীর্থকে ফের রিয়ালে পাচ্ছেন জিদান। ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদের পরামর্শক ও গ্লোবাল এ্যাম্বাসেডর করা হচ্ছে। এমন খবর দিয়েছে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’। বেশ কিছুদিন ধরেই রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদের পরামর্শক করার কথা চলছিল। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সাবেক কয়েকজন বড় খেলোয়াড়কে ক্লাবের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেয়ার কথা চিন্তা-ভাবনা করছিলেন। রোনাল্ডোকে নাকি আগেই বিষয়টি তিনি জানান। কিন্তু ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ অলিম্পিকের আয়োজক ব্রাজিল হওয়ায় রোনাল্ডো বেশ ব্যস্ত ছিলেন। কিন্তু আপাতত তিনি ফ্রি। রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার ১৪ বছর পূর্তি উপলক্ষে তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে যাবেন। সেদিনই তাকে এই দায়িত্ব দেয়া হবে বলে মনে করছে ‘মার্কা’। ২০০২ সালের ইতালির ক্লাব ইন্টার মিলান থেকে ৪৬ মিলিয়ন পাউন্ডে রিয়াল যোগ দেন রোনাল্ডোকে। তার আগের বছরই ক্লাবটিতে যোগ দেন ফরাসী তারকা জিদান। তারা দু’জন একসঙ্গে খেলেন ২০০৬ সাল পর্যন্ত। ক্লাবটির হয়ে তিনি ১৭৭ ম্যাচে করেন ১০৪ গোল। ফ্লোরেন্তিনো পেরেজ ২০০০ সালে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। নতুন এ দায়িত্ব পেয়ে তার সবেচেয়ে বড় সাফল্য ছিল জিদান ও রোনাল্ডোকে দলে ভেড়ানো। এ বছরের শুরুতে সেই পেরেজ ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব দিয়েছেন জিদানের হাতে। আর এবার নিজের পরামর্শক বানাচ্ছেন রোনাল্ডোকে। খেলোয়াড় হিসেবে ২০০২ সালে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতিয়েছেন ফ্রন্সের বিশ্বকাপ জয়ী জিনেদিন জিদান। এবার কোচ হিসেবে রিয়ালের দায়িত্ব নেয়ার মাত্র চার মাসের মধ্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা উপহার দিলেন তিনি। জিনেদিন জিদান নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন। রিয়ালও দল হিসেবে নিজেদের ভাগ্যবান ভাবতে পারে জিদানকে কোচ হিসেবে পেয়ে। বছরের শুরুতে জিদান যখন দায়িত্ব নিলেন দলের, তখন রিয়াল ছিল তীরহারা এক ভাঙা তরী। সেই ভাঙা তরী জিদান জাদুতে বদলে গেল অল্প সময়ের ব্যবধানে। লা লিগা জেতা হয়নি অল্পের জন্য। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাটাই ঘরে তুলে নিল রিয়াল মাদ্রিদ। সেইসঙ্গে ইতিহাসের অষ্টম কোচ হিসেবে অভিষেক মৌসুমেই ক্লাবকে ইউরোপ সেরার মুকুট পরালেন এই ফরাসী কিংবদন্তি। শুধু তাই নয়, ফ্রান্সের প্রথম কোন কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লীগ জেতা কোচও এখন জিনেদিন জিদান। এই সাফল্য ধরে রাখতে জিদান এবার রোনাল্ডোকে সঙ্গে নিচ্ছেন। রমিজের অধিনায়ক ইমরান খান স্পোর্টস রিপোর্টার ॥ দু’দিন আগে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে ইতিহাস গড়েছে মিসবাহ-উল হকের পাকিস্তান। তবে মিসবাহ-ইউনুস খান কারওই জায়গা হয়নি রমিজ রাজার একাদশে। এমন কি কিংবদন্তি ওয়াসিম আকারামও নেই! খেলা ছাড়ার পর ধারাভাষ্যে জনপ্রিয়তা পাওয়া রমিজের দলে একমাত্র পাকিস্তানী ইমারন খান। বিশ্বজয়ী সেনাপতিকে নেতৃত্বে রেখেই স্বপ্নের একাদশ সাজিয়েছেন তিনি। তবে শত্রুদেশ ভারত থেকে তিন জনকে বেছে নিয়েছেন, সমান তিন অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের। ব্যাট হাতে ওপেনিংয়ে বীরেন্দর শেবাগের সঙ্গী হবেন তারই পূর্বসূরি সিনিয়ার সুনীল গাভাস্কার। স্যার ভিভ রিচার্ডসের পর শেবাগকে সবচেয়ে আকর্ষণীয় বলে মন্তব্য করেন রমিজ। ‘দু-জনের নামের পাশে ১০ হাজারের ওপরে রান। তারা ব্যাটিং ভালবাসেন’ বলেন তিনি। তিনে ভিভ রিচার্ডস, চার ও পাঁচে শচীন টেন্ডুলকর ও ব্রায়ান লারা। রমিজ আরও যোগ করেন, ‘শচীনকে না রাখলে ক্রিকেটকেই অপমান করা হয়, রেকর্ড তার হয়ে কথা বলে। আর লারা অসম্ভব মেধাবী ব্যাটসম্যান, স্পিনের বিপক্ষে অসাধারণ।’ একাদশে একমাত্র শ্রীলঙ্কান কুমার সঙ্গাকারা, উইকেটরক্ষক এ্যাডাম গিলক্রিস্ট, অলরাউন্ড পজিশনে গ্যারি সোবার্স, পেস আক্রমণে আরেক ক্যারিবিয়ান গ্রেট ম্যালকম মার্শালের সঙ্গে থাকবেন গ্লেন ম্যাকগ্রা। ঘূর্ণি বলে লেগস্পিনার শেন ওয়ার্ন।
×