ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

১১২ বছরে প্রথম...

প্রকাশিত: ০৬:২০, ১৬ আগস্ট ২০১৬

১১২ বছরে প্রথম...

স্পোর্টস রিপোর্টার ॥ ১৮৯৬ সাল থেকে যখন এথেন্সে আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর শুরু হয়, তখন প্রথম আসরে গলফ ছিল না। তবে তার পরের আসরে (১৯০০ সালের প্যারিস অলিম্পিক) অন্তর্ভুক্ত করা হয় খেলাটিকে। ১৯০৪ সালের সেন্ট লুইস অলিম্পিকেও গলফ ছিল। কিন্তু ১৯০৮ সালের লন্ডন অলিম্পিক থেকে ২০১২ সালের লন্ডন অলিম্পিক পর্যন্ত খেলাটিকে আর অন্তর্ভুক্ত করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এবারের রিও অলিম্পিকে আবারও ফিরে এসেছে পুরনো সেই খেলাটি। ১১২ বছর পর গলফের পুরুষ বিভাগে স্বর্ণ জিতেছেন গ্রেট ব্রিটেনের (জন্মেছেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে) জাস্টিন রোজ। হারিয়ে দিয়েছেন রৌপ্যপদকধারী সুইডেনের হেনরিক স্টেনসন এবং তাম্রপদকধারী যুক্তরাষ্ট্রের ম্যাট কুচারকে। ‘ক্যারিয়ারে প্রচুর শিরোপা জিতেছি। কিন্তু অলিম্পিকে স্বর্ণপদক পাওয়াটা অবশ্যই আমার কাছে বিশেষ কিছু। এর মাহাত্ম্যই আলাদা। যখন স্বর্ণপদক জেতা নিশ্চিত হলো, সেই মুহূর্তটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। যখন মঞ্চে দাঁড়িয়ে নিজ দেশের জাতীয় সঙ্গীত বাজতে শুনলাম, তখন নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছিল। যখন ঘরে ফিরবো, তখন সবাই আমাকে যখন অভিনন্দন জানাবে, তখন আবারও এই অনুভূতিটা হবে।’ স্বর্ণজয়ের পর এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন ৩৬ বছর বয়সী রোজ। বয়স যখন ১১, তখন থেকেই গলফ খেলতে শুরু করেন রোজ। তারপর থেকে দ্রুত উন্নতি করতে শুরু করেন তিনি। একের পর এক জিততে থাকেন শিরোপা।
×