ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রিওতে সাঁতারের প্রথম স্বর্ণ জিতলেন হাগিনো

প্রকাশিত: ০৭:১৩, ৮ আগস্ট ২০১৬

রিওতে সাঁতারের প্রথম স্বর্ণ জিতলেন হাগিনো

স্পোর্টস রিপোর্টার ॥ এমনিতে তিনিই ছিলেন ফেবারিট। তবে যুদ্ধটা মূলত চেজ ক্যালিজের সঙ্গে। লন্ডন অলিম্পিকে রায়ান লোচেটের কাছে হেরে গিয়েছিলেন এবং এগিয়ে ছিলেন ব্রাজিলের থিয়াগো পেরেইরাও। কিন্তু এবার তারা কেউ ছিলেন না। সে সুযোগেই ঝড় তুলেছেন জাপানের কোসুকি হাগিনো। পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ছিল এবার রিও অলিম্পিক সাঁতারে স্বর্ণপদকের প্রথম লড়াই। আর সেখানে জিতে গেলেন ২১ বছর বয়সী ফেবারিট হাগিনোই। এটি ছিল চলতি অলিম্পিকে জাপানেরও প্রথম স্বর্ণপদক। এই ইভেন্টে ১৯৯৬ থেকেই একক আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। সেটা খর্ব করে দিলেন হাগিনো। মাত্র ১৭ বছর বয়সে অলিম্পিকে অংশ নিতে গিয়ে লন্ডনবাসীর মন কেড়ে নিয়েছিলেন। এমনকি ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ব্রোঞ্জ জিতে সারাবিশ্বের ক্রীড়াপ্রেমীদের দৃষ্টি কাড়েন হাগিনো। গত ৪ বছরে আরও পরিণত হয়ে উঠেছেন। সেটারই প্রমাণ পুলে নেমেই দিয়ে দিলেন। জিতলেন এবার অলিম্পিক সাঁতারের প্রথম স্বর্ণপদকটাই। অবশ্য শেষ পর্যায়ে ক্যালিজ বেশ চ্যালেঞ্জিং করে তুলেছিলেন হাগিনোর জয় পাওয়াটাকে। কিন্তু শেষ পর্যন্ত ৪ মিনিট ৬.০৫ সেকেন্ড সময় নিয়ে জেতেন হাগিনো। আর এর ফলে সূর্যোদয়ের দেশটাকে শুরুতেই আনন্দ উদযাপন এবং দেশের ক্রীড়াবিদদের আরও উজ্জীবিত হওয়ার অনুপ্রেরণা দিলেন তিনি। ২০২০ সালের পরবর্তী অলিম্পিক আয়োজন করবে জাপান। সেটার জন্যও এখন বাড়তি উন্মাদনার শুরু হয়ে গেলে এখন থেকেই।
×