ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নুয়ান প্রদীপকে নিয়ে শঙ্কা

প্রকাশিত: ০৬:২৭, ৩ আগস্ট ২০১৬

নুয়ান প্রদীপকে নিয়ে শঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরিতে জর্জরিত শ্রীলঙ্কা শিবির। বিশেষ করে পেস আক্রমণ। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দুশ্চিন্তা আরও বাড়াল। সোমবার অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মিডিয়াম পেসার নুয়ান প্রদীপ। শেষ ৯ টেস্টেই ছিলেন তিনি। হয়ে উঠেছেন দলের পেস আক্রমণের শক্তিশালী একজন। তার এমআরআই স্ক্যান করানো হয়েছে। আজ ফিটনেস টেস্ট। উতরে গেলে খেলতে পারবেন বৃহস্পতিবার গলে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে। পাল্লেকেলে জয় পাওয়া প্রথম টেস্টেও ২ উইকেট নিয়েছিলেন প্রদিপ। ৩ টেস্টের সিরিজে ১-০ তার দল। গলে জিতলেই সিরিজ নিশ্চিত হবে। অন্তত একজন লঙ্কান পেসারের অভিষেকের সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যামস্ট্রিং চোট থেকে এখনও সেরে ওঠেননি সুরঙ্গা লাকমাল। লঙ্কানদের হাতে থাকা দুই পেসারের মধ্যে বাঁ হাতি বিশ্ব ফার্নান্ডোর অভিজ্ঞতা বেশি। ৪৪টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। ১৯ বছরের আসিথা ফার্নান্ডো মাত্র দুটি। গলে টার্ন বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তাই তিন স্পিনারও খেলানো হতে পারে। প্রদিপ যোগ দিয়েছেন ধাম্মিকা প্রসাদ, দুশ্মন্ত চামিরা, জেফরি ভ্যান্ডারসে ও লাকমালের ইনজুরি তালিকায়! শেষ পর্যন্ত প্রদিপ ছিটকে গেলে লঙ্কান বোলিং আক্রমণে ১০টির বেশি টেস্ট খেলা একমাত্র বোলার হিসেবে থাকবেন স্পিনার রঙ্গনা হেরাথ! এতেই তাদের বোলিংয়ে অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়ে ওঠে।
×