ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

‘নেইমার, আবেগ সামলাও’

প্রকাশিত: ০৬:২৪, ৩ আগস্ট ২০১৬

‘নেইমার, আবেগ সামলাও’

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারের মাথা গরম স্বভাবের কথা সবারই জানা। অনেকবারই মাথা গরম করে দলকে ডুবিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। এবারের অলিম্পিক গেমসের ফুটবলে অধরা স্বর্ণপদক জয়ের লক্ষ্য স্বাগতিক ব্রাজিলের। কিন্তু এ লক্ষ্য পূরণে নেইমারকে আবেগ সামলানোর পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক তারকা ফুটবলার জুনিনহো। ফুটবলের ট্রফি জিততে নেইমার আশাবাদের কথা শুনিয়েছেন। কিন্তু এর উল্টোটাও দেখছেন অনেকে। কিছুদিন আগেই ব্রাজিলের সাবেক স্টাইকার জিওভানে এলবার বলেছেন, অলিম্পিকে নিজেদের মাটিতেই ব্রাজিলকে ব্যর্থ হতে হবে। কিন্তু সাবেক মিডফিল্ডার জুনিনহো জানালেন, অধিনায়ক নেইমার যদি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, তবেই রিও অলিম্পিকের ফুটবলে স্বর্ণপদক জিততে পারবে সেলেসাওরা। ১৯৯৬ অলিম্পিকে ব্রোঞ্জপদক জয়ী ব্রাজিলের সাবেক তারকা জুনিনহো এ প্রসঙ্গে বলেন, নেইমার বিশেষ ও ব্যতিক্রমী এক খেলোয়াড়। আমার কাছে মনে হয় সে সত্যিই অদ্বিতীয়। কারণ যখনই তার পায়ে বল যায়, বিশ্ববাসী তখনই গোল প্রত্যাশা করে। কোপা আমেরিকায় গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়ের পর কোচ কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করা হয়। যে কারণে অলিম্পিক দলের দায়িত্ব পেয়েছেন অনুর্ধ ২০ দলের কোচ রোজারিও মিকেলে। মিকেলের হাত ধরে আর নেইমারদের পারফর্মেন্সে ভর এবার অধরা শিরোপা জিততে মরিয়া ব্রাজিল। তবে সাবধানী জুনিনহো পরামর্শ দিয়ে বলেছেন, নেইমারকে শিরোপা জিততে হলে অবশ্যই তার অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। ব্রাজিলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ এটা তাকে মাথায় রাখতে হবে। দলও নেইমারের গুরুত্ব বুঝতে পারছে। আমার বিশ্বাস নেইমার শুধু তার আবেগ নিয়ন্ত্রণ করে নিজের স্বাভাবিক খেলাটা খেললেই ব্রাজিল ২০১৬’র অলিম্পিক শিরোপা জিততে পারবে। ২০১২ লন্ডন অলিম্পিকে স্বর্ণ জয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় ব্রাজিল। ফাইনালে মেক্সিকোর কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় নেইমারদের। এবার ব্রাজিলের হয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন নেইমার। অলিম্পিকে খেলবেন বলে কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলেননি বার্সিলোনা তারকা। আত্মপ্রতীয় ব্রাজিল অধিনায়ক বলেন, অলিম্পিকের জন্য আমি অনেক দিন ধরেই নিজেকে প্রস্তুত করেছি। মাঠ ও মাঠের বাইরে যে কোন ভূমিকায় আমি দলের হয়ে অবদান রাখতে চাই। শিরোপা জেতার জন্য দলগতভাবে নিজেদের সেরাটা দিয়েই খেলব আমরা। এখন পর্যন্ত অলিম্পিকে ১২ বার অংশ নিয়ে তিনবার রৌপ্যপদক (১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ সাল) ও দুইবার ব্রোঞ্জ জিতেছে ব্রাজিল। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয় ব্রাজিল। চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরেও আগেভাগেই বিদায় নিতে হয়। সবশেষ কোপা আমেরিকার শতবর্ষী আসরে আমেরিকার মাটিতে গ্রুপ পর্ব থেকে বিদায়ঘণ্টা বাজে ব্রাজিলের। টানা ব্যর্থতার রেশ কাটিয়ে এবার অলিম্পিকে ট্রফি জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিলিয়ানরা। নেইমাররা পারেন কিনা ব্যর্থতা ঘোচাতে সেটাই দেখার।
×