ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আম্পায়ার্স হকির ফাইনাল আজ

প্রকাশিত: ০৬:২৫, ২৭ জুলাই ২০১৬

আম্পায়ার্স হকির ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২০ জুলাই শুরু হয় দ্বিতীয় ওয়ালটন মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্ট ২০১৬। এ আসরের ফাইনালে উঠেছে মীর সাবের আলী হকি ফাইভ ও নান্না দা হকি ফাইভ। আজ বিকেলে ফাইনাল ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নান্না দা হকি ফাইভ ১৪-৯ গোলে আব্দুল মালেক চুন্ন হকি ফাইভকে হারিয়ে ফাইনালে ওঠে। পরে স্টেডিয়ামের সভাকক্ষে ফাইনালে ওঠা দুই দলের অধিনায়ক ও কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন, টুর্নামেন্টের সেক্রেটারি কামরুল ইসলাম কিসমত এবং দুই দলের অধিনায়ক, কোচ ও কর্মকর্তারা। উল্লেখ্য, এ আসরের চ্যাম্পিয়নরা প্রাইজমানি হিসেবে ১৬ হাজার ও রানার্সআপ ৮ হাজার টাকা পাবে। এ ছাড়া চ্যাম্পিয়ন দলকে একটি ওয়ালটন রেফ্রিজারেটর উপহার দেয়া হবে। যথারীতি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। ৪০ দলের বিশ্বকাপ চান ফিফা সভাপতি স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা সভাপতি হওয়ার পরই জিয়ান্নি ইনফান্টিনো ৪০ দলের বিশ্বকাপ আয়োজনের ইচ্ছার কথা বলেছিলেন। আরও একবার এই ইচ্ছার কথা বললেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ২০২৬ বিশ্বকাপে ৪০ দলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফিফা সভাপতি হওয়া ইনফান্টিনো বর্তমানে আফ্রিকান দেশ নাইজিরিয়া সফর করছেন। সুইস এই কর্তা আফ্রিকা অঞ্চল থেকে আরও দুটি দেশের অংশগ্রহণ চান। বিশ্বকাপে বর্তমানে ৩২ দলের খেলা হয়। যেখানে আফ্রিকা থেকে পাঁচ দল খেলার সুযোগ পায়। এই প্রথাটি ১৯৯৮ সালে চালু করেছিলেন ফিফা সভাপতির পদ থেকে বরখাস্ত হওয়া সেপ ব্লাটার। সাক্ষাতকারে ইনফান্টিনো বলেন, আমি বিশ্বাস করি ২০২৬ সালে ৪০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন হবে। যেখানে আরও আটটি দল যুক্ত করা হবে। আর আফ্রিকা থেকে আসবে আরও দুটি দল। আমি আশাকরি এ বিষয়টি সম্পর্কে আমি সবাইকে সন্তুষ্ট করতে পারব।
×