ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মত বিনিময় সভা

প্রকাশিত: ২১:৫০, ২৫ জুলাই ২০১৬

গফরগাঁওয়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মত বিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী এক মত বিনিময় সভা উপজেলা প্রশাসনের আয়োজনে গফরগাঁও শিল্পকলা একাডেমীতে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম খান। পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরেফিন সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, ওসি গফরগাঁও থানা, ওসি পাগলা থানা, মাওলানা ইসমাইল হোসেন, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আমির হোসেন, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহ আওয়ামীলীগ, যুবলীগ এর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও মাদরাসার ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। সভা শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ড গফরগাঁওয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনের প্রতি ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বিষয় নিয়ে আলোচনা করেন। এবং অভিভাবকদের প্রতি সন্তানদের সাথে সুলভ আচরন করার আহ্বান জানান। এসময় মতবিনিময় সভায় উপজেলা বিভিন্ন মাদরাসা, স্কুল, মসজিদের ইমাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
×