ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

‘হোটেল সি আর সেভেন’

প্রকাশিত: ০৪:২৮, ২৪ জুলাই ২০১৬

‘হোটেল সি আর সেভেন’

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বৃহস্পতি এখন তুঙ্গে। কিছুদিন আগেই তিনি জিতেছেন দেশের হয়ে ইউরো ট্রফি। তার আগে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। তাক লাগানো সাফল্য পাওয়া সি আর সেভেন মাঠের বাইরেও এর পুরস্কার পেতে শুরু করেছেন। এই যেমন শুক্রবার তাকে সম্মানিত করেছে নিজ দেশ পর্তুগাল। তার নামে নামকরণ করার সিদ্ধান্ত হয়েছে একটি বিমানবন্দরের। শুধু তাই নয়, একইদিনে নিজের নামে হোটেলও উদ্বোধন করেছেন। রোনাল্ডোর এমন দিনে বসে নেই তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও! ক্ষুদে এই জাদুকর সরাসরি না করলেও তার পরিবারও শুরু করেছে রেস্টুরেন্টের ব্যবসা। বার্সিলোনা তারকার প্রত্যক্ষ সহযোগিতায় মেসি পরিবার নতুন এই ব্যবসায় নেমেছে। সাধারণত যে কোন দেশের বড় বড় স্থাপনা, সড়ক, স্টেডিয়াম, বিমানবন্দর কিংবা অন্যান্য স্বনামধন্য জায়গার নাম কিংবদন্তিদের নামে হয়ে থাকে। রোনাল্ডোর বয়স এখন মাত্র ৩১ বছর। এরই মধ্যে তিনি পর্তুগালেরই শুধু নয়, ফুটবলবিশ্বেরই কিংবদন্তিতুল্য হয়ে গেছেন। যার প্রমাণ মিলেছে আরও একবার। এই বয়সেই পর্তুগালের বিভিন্ন স্থাপনার নাম সি আর সেভেনের নামে হতে শুরু করেছে। ইউরো জয়ের পরই আসছে এসব স্বীকৃতি। এবার জন্মস্থান মাদেইরার বিমানবন্দরের নাম বদলে রাখা হয়েছে রোনাল্ডোর নামে। একইদিনেই রোনাল্ডো নিজের নামে হোটেল ‘সি আর সেভেনও’ উদ্বোধন করেছেন। মাদেইরার প্রাদেশিক সরকারের প্রধান মিগুলে আলবুকার্ক ঘোষণা দিয়েছেন, স্থানীয় মাদেইরার ফুনচালে সান্টা কাটারিনা বিমানবন্দরের নতুন নাম হবে রোনাল্ডোর নামে। হোটেল ব্যবসাটা অবশ্য রোনাল্ডোর অনেকদিনের স্বপ্নের ফসল। গত বছরেই ঘোষণা দিয়েছিলেন, নিজের নামে বিশ্বের বড় শহরগুলোতে বিলাসবহুল হোটেল খোলার কাজ শুরু করবেন। প্রথম হোটেলটা খুলেছেন মাদেইরাতে। নতুন এই ব্যবসায় জড়িত হওয়াটা অবশ্য হঠাৎ করেই হয়েছে বলে স্বীকার করেছেন পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক। সি আর সেভেন জানিয়েছেন, বিষয়টা বেশ আকস্মিক। কখনই ভাবিনি হোটেল ব্যবসার সঙ্গে জড়িত হব। চলতি বছরের শেষে লিসবনে সি আর সেভেন হোটেলের দ্বিতীয় শাখা উদ্বোধনের কথা আছে। এছাড়া ২০১৭ সালে মাদ্রিদ ও নিউইয়র্কে আরও দুটি শাখা খোলার পরিকল্পনা আছে বলে তিনি জানিয়েছেন। নতুন ব্যবসা নিয়ে বেশ উচ্ছ্বসিত রোনাল্ডো। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, আমি খুব খুশি এবং গর্বিত। রিয়াল মাদ্রিদ তারকা আরও বলেন, এটা খুবই অদ্ভুত একটা অনুভূতি। বিশ্বাস হচ্ছে না, ৩১ বছর বয়সে আমি হোটেল ব্যবসায়ী হয়ে গেছি। এদিকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সহায়তায় তার ভাই রড্রিগো মেসিও একটি নতুন রেস্টুরেন্ট খুলেছেন। সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে মেসি পরিবারের নতুন এই রেস্তরাঁ। কম খরচে ভাল মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে মেসিদের এই রেস্তরাঁ। সকালের খাবার থেকে শুরু করে রাতের ডিনারও সেখানে করা যাবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠছে রেস্টুরেন্টটি। ১ হাজার স্কয়ার মিটারে তৈরি মেসিদের এই রেস্টুরেন্টে আছে আরও ১ হাজার স্কয়ার মিটারের বাগান। আর্জেন্টিনার রোজারিওতে এটি অবস্থিত রেস্তরাঁটির দেখভালের পুরো দায়িত্ব মেসির ভাইয়ের। রোজারিওর স্থানীয় বাসিন্দাদের জন্যই মূলত এটি খোলা হয়েছে। যেখানে মেসির পছন্দের খাবারও পাওয়া যাবে। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি। বর্তমানে আছেন অবকাশ যাপনে। নিজেকে প্রস্তুত করছেন আসন্ন নতুন মৌসুমে বার্সিলোনার হয়ে সেরা ছন্দে ফিরতে।
×