ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

‘নতুন উদ্যমে বার্সিলোনায় ফিরবেন মেসি’

প্রকাশিত: ০৬:১৭, ২৩ জুলাই ২০১৬

‘নতুন উদ্যমে বার্সিলোনায় ফিরবেন মেসি’

স্পোর্টস রিপোর্টার ॥ জীবনের অন্যতম কঠিন সময় পার করছেন লিওনেল মেসি। টানা তিন আন্তর্জাতিক আসরের ফাইনালে হেরে অবসরই নিয়ে নিয়েছেন আর্জেন্টিনা দল থেকে। এরপর মরার উপর খাঁড়ার ঘা হিসেবে কর ফাঁকি মামলায় কারাদ-াদেশ পান। এমন দুঃসময়ে মেসি এখন অনেকটাই অগোচরে আছেন। অপেক্ষায় আছেন আসন্ন নতুন ফুটবল মৌসুমে (২০১৬-১৭) নবদ্যোমে ফিরতে। বার্সিলোনা কোচ লুইস এনরিকে আশাবাদী নতুন শক্তি সঞ্চার করে সেরাটা নিয়েই দলের সঙ্গে যোগ দেবেন রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা ফুটবলার। তারকা এই ফরোয়ার্ডের মানসিক অবস্থা নিয়ে কোন উদ্বেগ নেই বলে জানিয়েছেন বার্সা বস। চিলির কাছে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে হারের পর ফুটবল বিশ্বকে অবাক করে জাতীয় দল থেকে অবসর নেন মেসি। সেই ম্যাচে টাইব্রেকারে নিজেদের প্রথম শট থেকে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক মেসি। এরপর ২০০৭-০৯ সাল পর্যন্ত প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকির জন্য আর্জেন্টিনার এই তারকা ফুটবলার আর তার বাবা জর্জ মেসিকে ২১ মাসের কারাদ- দেয় স্পেনের আদালত। একই সঙ্গে আদালত মেসিকে ২০ লাখ ইউরো ও তার বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করে। তবে স্পেনের নিয়ম অনুযায়ী জেল খাটতে হচ্ছে না মেসিকে। এসব ঝামেলার পরও মৌসুম শুরুর আগে বার্সিলোনার অনুশীলনে মেসি ভালভাবে মনোযোগ দিতে পারবেন বলে আশা করেন এনরিকে। মেসির মানসিক অবস্থা যে ভাল নেই, তা সহজেই অনুমেয়। এনরিকেও বিষয়টি বেশ বুঝতে পারছেন। তবে বার্সিলোনা কোচের দৃঢ় বিশ্বাস, কঠিন সময়কে পেছনে ফেলে উজ্জীবিত হয়েই আসন্ন মৌসুমের জন্য দলে যোগ দেবেন মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও মেসিকে ফেরাতে ভক্তরা অনুরোধ আর আকুতি জানিয়ে চলেছেন। শুধু সাধারণ ভক্তরা নন, এনরিকেও মেসিকে আবার বিখ্যাত আকাশি-সাদা জার্সিতে দেখতে আগ্রহী। যদিও এ প্রসঙ্গে একটা ‘কিন্তু’ রেখেছেন বার্সা কোচ। এনরিকে বলেন, কঠিন সময়েই সে (অবসরের) কথা বলেছিল। শুধু সময়ই বলে দেবে সে আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবে নাকি যাবে না। ভক্ত হিসেবে আমি অবশ্যই চাই, সে আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাক। তবে স্বার্থপর দৃষ্টিকোণ থেকে বলতে হলে যেকোন সম্ভাবনাই দেখতে পাচ্ছি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেষ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে সাফল্য পেয়েছেন, জিতে নিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে মেসি সত্যিই দুর্ভাগা। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকার পর গত মাসে বিশেষ কোপা আমেরিকার ফাইনালে হেরে ‘হতাশার হ্যাটট্রিক’ পূর্ণ করেছেন তিনি। ফাইনালে হেরে যাওয়ার পর মেসিকে কাঁদতে দেখে দুঃখ পেয়েছেন এনরিকেও। প্রিয় শিষ্যকে সান্ত¡না দেয়ার চেষ্টাও করছেন তিনি। বলেন, কোপা আমেরিকার শিরোপা তার প্রাপ্য ছিল। কিন্তু ফুটবলে কখনও কখনও ভাল খেলা দল জিততে পারে না। আর কর ফাঁকির মামলায় শান্তি সম্পর্কে এনরিকে বলেন, আমার মনে হয় না, এটা লিওর ওপরে কোন প্রভাব ফেলবে। যদিও একমাত্র সে নিজেই এর যোগ্য জবাব দিতে পারে। গত একটি মাস যতই খারাপ কাটুক, মেসি মেসির মতোই মাঠে ফিরবেন বলে এনরিকের বিশ্বাস। এ প্রসঙ্গে তার ভাষ্য, মেসি আগের মতো পূর্ণোদ্যমেই বার্সিলোনায় ফিরবে। কারণ সে সবচেয়ে যা ভালবাসে, তার নাম ফুটবল। প্রিয় শিষ্যকে নিয়ে মোটেও উদ্বিগ্ন নন জানিয়ে এনরিকে বলেন, সতীর্থদের নিয়ে ফুটবল মাঠ তার আবাস। সে ক্লাব আর জার্সির জন্য খেলে। সত্যিকার অর্থে আমি তার অবস্থা নিয়ে উদ্বিগ্ন নই। আমার বিশ্বাস, সবকিছু ঝেড়ে ফেলে স্বরূপেই ফিরবে মেসি।
×