ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

উজ্জীবিত পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড

প্রকাশিত: ০৫:৫৬, ২২ জুলাই ২০১৬

উজ্জীবিত পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডসে ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটেছে পাকিস্তান ক্রিকেট দলের। দীর্ঘ ৬ বছর পর আবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে নেমেই স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিয়েছে। ৭৫ রানের বড় জয়ে চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী পাকিস্তান। এর পেছনে ছিল লেগস্পিনার ইয়াসির শাহর রেকর্ড গড়া বিধ্বংসী বোলিং। তাকে শেন ওয়ার্নের পর বিশ্বের সেরা লেগস্পিনার আখ্যা দিলেন ইংল্যান্ড দলে ফেরা বেন স্টোকস। এবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তাই উজ্জীবিত হয়েই মাঠে নামবে তারা। এবার শুধু ইয়াসির না, পুরো পাক বোলিং বিভাগই ইংলিশদের জন্য বড় হুমকি হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে। কারণ ম্যানচেস্টারের উইকেটে আছে বাড়তি বাউন্স। তাই পেসাররাও জ্বলে উঠবেন বলে আশা পাক বোলিং কোচ স্টিভ রিক্সনের। তবে প্রথম ম্যাচে হারের পর এবার দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইংল্যান্ড। সেজন্য শক্তিমত্তাও বেড়েছে তাদের। ফিরছেন বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার জেমস এ্যান্ডারসন। আজ শুরু হচ্ছে দু’দলের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট। লর্ডসে ৬ বছর আগে আগস্টে সর্বশেষবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে পাকিস্তান। সেই ম্যাচে ইনিংস ও ২২৫ রানের বিশাল ব্যবধানে লজ্জাজনক হারের চেয়ে কলঙ্কিত ঘটনার জন্ম দেয় পাকরা। স্পট ফিক্সিংয়ে জড়ান অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। তিনজনই পরবর্তীতে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সেই নিষেধাজ্ঞা ও কারাদ- ভোগ করে বর্তমান দলের হয়ে খেলছেন শুধু আমিরই। সবার দৃষ্টি ছিল তার দিকে। কিন্তু জ্বলে উঠে নায়ক হয়ে গেলেন ইয়াসির। ম্যাচে একাই শিকার করলেন ১০ উইকেট। লেগস্পিনার হিসেবে ওয়ার্ন অবসর নেয়ার পর আর ক্রিকেট বিশ্ব ভয়ঙ্করতম আর কোন লেগস্পিনারকে দেখেনি। কিন্তু মাত্র ১৩ টেস্টে ৮৬ উইকেট নিয়ে দ্রুততম নতুন রেকর্ড গড়েছেন এবং লর্ডস টেস্ট শেষে আইসিসির বোলিং র‌্যাঙ্কিংয়ে উঠে গেছেন এক নম্বরে। ওল্ড ট্র্যাফোর্ডের পরিবেশ আরও বেশি সহায়ক হবে তার জন্য। তাই ইংলিশ অলরাউন্ডার স্টোকস এ বিষয়ে বললেন, ‘ইয়াসির শাহকে দেখে আমার মনে হচ্ছে শেন ওয়ার্নের পর সেরা লেগস্পিনার।’ হাঁটুর ইনজুরি কাটিয়ে এই টেস্টে ফিরছেন স্টোকস। তাকে পেয়ে ইংল্যান্ড দলের ভারসাম্যটা ঠিক পর্যায়ে আসল বলেই ভাবছেন অনেকে। তবে লর্ডস টেস্টে হারের পর ব্রিটিশ গণমাধ্যমগুলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্বাচকদের মু-ুপাত করে দাবি জানায় পদত্যাগের। এবার হয় তো কিছুটা স্বস্তি পাবেন তারা। তবে উজ্জীবিত পাকিস্তানের বিপক্ষে লড়াই করে টিকে থাকাটা কঠিন হবে। এ বিষয়ে স্টোকস বলেন, ‘খুবই ভাল দল তারা। তিনি (ইয়াসির) কেমন বোলিং করতে পারেন সেটা জেনে শুনেই আমরা নামব। সেক্ষেত্রে অবশ্যই তার বিপক্ষে ভাল করার আশা করছি আমরা। পরিবেশটা কেমন থাকবে সেটার সঙ্গে আমাদের দ্রুত মানিয়ে উঠতে হবে চেষ্টা করে।’ ২৫ বছর বয়সী স্টোকস একাদশে ফিরে দারুণ কিছু করতে চান। ওল্ড ট্র্যাফোর্ডের পরিবেশটা নিয়েই বেশি আলোচনা হচ্ছে। বাড়তি বাউন্স থাকায় সেটা স্বাগতিক ইংল্যান্ডের জন্যই গলার কাঁটা হয়ে উঠতে পারে। ফর্মে থাকা ইয়াসির বড় হুমকি হিসেবে থাকছেনই। তার সঙ্গে এবার আমির এবং রাহাত আলী ছাড়াও পেস বোলিং ঝলসে উঠতে পারেন ওয়াহাব রিয়াজ। তবে প্রথম টেস্টে আমির সুবিধাজনক উইকেট না পেয়ে তেমন প্রভাব খাটাতে পারেননি। এবার দারুণ কিছু করার সুযোগ তার। এ বিষয়ে পাক বোলিং কোচ রিক্সন বলেন, ‘এই পিচটা আমাদের উভয় ধরনের বোলিং আক্রমণের সঙ্গে খাপ খেয়ে যায়। আমি মনে করি আমাদের পেসাররা এই বাড়তি বাউন্স কাজে লাগিয়ে দারুণ কিছুই করবেন। আমির এখন ভাল কিছু করতে পারবেন। লর্ডসের দর্শকদের ধন্যবাদ তাকে সবাই উষ্ণভাবেই গ্রহণ করেছেন।’ সেসব যাই হোক, ইংল্যান্ড এই ভেন্যুতে টানা ৯ টেস্ট অপরাজেয় ছিল। অবশ্য ২০০১ সালে সর্বশেষ যে ম্যাচটি হারে তারা সেটা ছিল পাকিস্তানের বিপক্ষেই। তবে অতিরিক্ত বাউন্সের জন্য দারুণ বোলিং আক্রমণ পাচ্ছে এবার তারা। ফিরে আসা এ্যান্ডারসনের সঙ্গে থাকছেন স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন ও ক্রিস ওকস। তবে মঈন আলী জায়গা হারাতে পারেন আদিল রশিদের কাছে। লর্ডস টেস্টে ব্যাটে-বলে কিছুই করতে পারেননি মঈন। নিজেদের পয়া ভেন্যুতে তাই ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড। সিরিজে সমতা আনতে চায় তারা।
×