ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড ৭৫ রানে পরাজিত

লর্ডস টেস্টে পাকিস্তানের জয়

প্রকাশিত: ০৬:৪৯, ১৮ জুলাই ২০১৬

লর্ডস টেস্টে পাকিস্তানের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহাসিক লর্ডসে ৭৫ রানের বড় জয়ে চার টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল পাকিস্তান। অধিনায়ক মিসবাহ-উল হকের দারুণ সেঞ্চুরির (১১৪) সৌজন্যে প্রথম ইনিংসে ৩৩৯ রানে অলআউট হয় সফরকারীরা। এরপর স্বাগতিক ইংল্যান্ডকে ২৭২ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ২১৫ রান করে মিসবাহর দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রবিবার চতুর্থ দিনে ২০৭ রানে অলআউট হয় ইংলিশরা। জনি বেয়ারস্টো ৪৮, গ্যারি ব্যালান্স ৪৩ এবং জেমস ভিন্স ব্যক্তিগত ৪২ রানে যা একটু প্রতিরোধ গড়েন। অতিথি বোলিংয়ের মুখে এছাড়া প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের কেউ সুবিধা করতে পারেননি। ইয়াসির শাহ ৪ ও রাহাত আলি ৩ ও মোহাম্মদ আমির নিয়েছেন ২ উইকেট। পয়মন্ত ক্রিকেট-মক্কায় আরও একবার ওড়ে পাকিদের বিজয় পতাকা। সেই ১৯৫৪ থেকে ইংল্যান্ডের মাটিতে এটি তাদের মাত্র দশম জয়, যার চারটিই এল লর্ডসে। ১৯৯৬ সালে এখানে সর্বশেষ টেস্ট জিতেছিল পাকিস্তান। ৮ উইকেটে ২১৪ রান নিয়ে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। ২.১ ওভারের মধ্যে স্কোর বোর্ডে আর ১ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারায় সফরকারীরা। প্রতিরোধ গড়া ইয়াসির শাহ (৩০) ও শেষ ব্যাটসম্যান মোহাম্মদ আমিরকে ফেরান স্টুয়ার্ট ব্রড। ইনিংসে তৃতীয় শিকারের মধ্য ক্যারিয়ারে সাড়ে তিন শ’ উইকেটের ল্যান্ডমার্ক অতিক্রম করেন ইংলিশ পেসার। দলীয় স্কোর ৩শ’ পেরোতে না পারলেও ইংল্যান্ডকে ২৮৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পাকিস্তান। ইতিহাসও ছিল তাদেরই পক্ষে। লর্ডসের ইতিহাসে চতুর্থ ইনিংসে ২৮২ রানের বেশি তাড়া করে জয়ের নজির মাত্র দুটি। শুরুতেই ইংল্যান্ডকে অতীতের এই রেকর্ডটা স্মরণ করিয়ে দেন রাহাত আলি। ৪৭ রানে প্রথম ৩ উইকট হারায় ইংলিশরা, তিনটিই নেন পাকিস্তানী পেসার। নিজের সপ্তম ও ইনিংসের ১৪ ওভারের মধ্যে রাহাত সাজঘরে ফেরান এ্যালিস্টার কুক (৮), এ্যালেক্স হেলস (১৬) ও জো রুটকে (৯)। কঠিন চাপে পাল্টা আক্রমণ চালিয়ে ইংল্যান্ডকে ক্ষণিকের আশা দেখিয়েছেন ভিঞ্চ (৪২) ও ব্যালান্স (৪৩)। চতুর্থ উইকেটে ১০ ওভারে ৪৯ রান যোগ করেন দু-জনে। ভিঞ্চকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন ওয়াহাব রিয়াজ। আর ব্যালান্সকে বোল্ড করে পাকিস্তানকে জয়ের আভাস দেন লেগস্পিনার ইয়াসির শাহ। বেয়ারস্টো (৪৮) ও ক্রিস ওকস (২৩) শেষ দিকে পাকিদের জয় কিছুটা বিলম্বিত করেছেনÑ এই যা! ইংল্যান্ডের মাটিতে এটিই ক্যারিয়ারে প্রথম টেস্ট, সেখানে ‘অধিনায়ক’ হিসেবে সবচেয়ে বেশি বয়সে (৪২ বছর ৪৭ দিন) সেঞ্চুরির রেকর্ড গড়া সেটিকে মিসবাহ সেটিকে আরও স্মরণীয় করে রাখলেন। স্কোর কার্ড পাকিস্তান প্রথম ইনিংস ৩৩৯/১০ (৯৯.২ ওভার; মিসবাহ ১১৪, শফিক ৭৩, হাফিজ ৪০, ইউনুস ৩৩; ওকস ৬/৭০, ব্রড ৩/৭১) ও দ্বিতীয় ইনিংস ২১৫/১০ (৭৯.১ ওভার; শফিক ৪৯, সরফরাজ ৪৫, ইয়াসির ৩০, ইউনুস ২৫; ওকস ৫/৩২, ব্রড ৩/৩৮, মঈন ২/৪৯) ইংল্যান্ড প্রথম ইনিংস ২৭২/১০ (৭৯.১ ওভার; কুক ৮১, রুট ৪৮, ওকস ৩৫*, বেয়ারস্টো ২৯; ইয়াসির ৬/৭২, আমির ১/৬৫) ও দ্বিতীয় ইনিংস ২০৭/১০ (৭৫.৫ ওভার; বেয়ারস্টো ৪৮, ব্যালান্স ৪৩, ভিঞ্চ ৪২, ওকস ২৩, ইয়াসির ৪/৬৯, রাহাত ৩/৪৭, আমির ২/৩৯) ফল ॥ পাকিস্তান ৭৫ রানে জয়ী। সিরিজ ॥ চার টেস্টের সিরিজে পাকিস্তান ১-০তে এগিয়ে।
×