ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ওয়ালটন বিচ থ্রোবল শনিবার শুরু

প্রকাশিত: ০৬:৩৬, ১৫ জুলাই ২০১৬

ওয়ালটন বিচ থ্রোবল শনিবার শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম এ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম বিচ থ্রোবল প্রতিযোগিতা। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। এ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ থ্রোবল এ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ওয়ালটনের এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ থ্রোবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম-আল-মামুন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৪ দল এবং মহিলা বিভাগে ৩ দল অংশ নেবে। পুরুষ বিভাগের চার দল হচ্ছে বাংলাদেশ পুলিশ, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব ঢাকা, ঢাকা রাইডার্স ও পাবলা সবুজ সংঘ, খুলনা। মহিলা বিভাগের তিন দল যাত্রাবাড়ী স্পোর্টিং ক্লাব, খিলগাঁও সমাজকল্যাণ সংঘ এবং পাবলা সবুজ সংঘ, খুলনা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেয়া হবে। এছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে সেরা খেলোয়াড়কে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন গ্রুপ সবকিছুতেই পাইওনিয়ার হওয়ার চেষ্টা করি। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় প্রথম বিচ কাবাডি, প্রথম বিচ ভলিবল, প্রথম বিচ বডিবিল্ডিংসহ কয়েকটি টুর্নামেন্ট প্রথমবারের মতো সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এবারও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বিচ থ্রোবল টুর্নামেন্ট। ওয়ালটন গ্রুপ মূলত স্পোর্টস ট্যুরিজমকে ডেভেলপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৬ সালকে সরকার পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে। আমরা ওয়ালটন গ্রুপ নানা টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারকে প্রমোট করতে চাই। প্রমোট করতে চাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে।’ ওয়ালটন গ্রুপ নিয়মিতভাবে থ্রোবলের পাশে থাকায় ওয়ালটনকে ধন্যবাদ জানান বাংলাদেশ থ্রোবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম-আল-মামুন।
×