ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৫, ২৬ জুন ২০১৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১.‘লবণ’ এর সন্ধি- বিচ্ছেদ- ক) লো+অন খ) লব+অন গ) লোক+অন ঘ) লু+অন ২.সমাজ কত প্রকার? ক) ৪ প্রকার খ) ৮ প্রকার গ) ৬ প্রকার ঘ) ১০ প্রকার ৩.‘বুলবুলিতে ধান খেয়েছে’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ক) কর্তায় ৭মী খ) সম্প্রদানে ৪র্থী গ) অপাদানে ৭মী ঘ) কর্মে ৭মী ৪. কোন বানানটি শুদ্ধ? ক) গৃহিনী খ) গৃহিনি গ) গৃহিণী ঘ) গৃহীনী ৫.‘শেষের কবিতা’ একটি- ক) কাব্যগ্রন্থ খ) উপন্যাস গ) নাটক ঘ) ছোটগল্প ৬.‘জমীদার দর্পণ’ নাটকটির রচয়িতা কে? ক) প্যারীচাঁদ মিত্র খ) মীর মশাররফ হোসেন গ) দীনবন্ধু মিত্র ঘ) মাইকেল মধুসূদন দত্ত ৭.‘পৃথিবী’এর সমার্থক শব্দ নয়- ক) বসুন্ধরা খ) অবনী গ) যামিনী ঘ) ধরনী ৮.কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? ক) প্যারীচাঁদ মিত্র খ) কালী প্রসন্ন সিংহ গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ৯.শুদ্ধ শব্দ কোনটি? ক) সান্তনা খ) সান্ত¡না গ) স্বান্তনা ঘ) শান্তনা ১০. নিচের কোন দুটি সমার্থক? ক) অহিনকুল- দাকুমড়া খ) অগ্নিশর্মা- অগ্নিপরীক্ষা গ) তাসের ঘর- আমার বিষ ঘ) কোনটিই নয় ১১। “টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ”- এ বাক্যে ‘মুখ’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক) আধিপত্য খ) সুনাম গ) মূল্য ঘ) সম্মান ১২.‘সাক্ষী গোপাল’- বাগধারাটির অর্থ কোনটি? ক) অপদার্থ খ) মূর্খ গ) নিরেট বোকা ঘ) নিষ্ক্রিয় দর্শক ১৩.‘জায়া ও পতি’- সমাস করলে কি হয়? ক) স্বামী-স্ত্রী খ) পতি-পতœী গ) দম্পতি ঘ) জায়া-পতি ১৪.শব্দ ও ধাতু মূলকে বলে ক) প্রকৃতি খ) ধাতু গ) বিভক্তি ঘ) কারক ১৫. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত? ক) বিপরীত খ) নিকৃষ্ট গ) বিকৃত ঘ) অভাব ১৬.‘চালাক’-এর বিশেষ্যপদ কি? ক) চাতুর্য খ) চালাকী গ) চতুরতা ঘ) চাতুরী ১৭.কোন কবি ‘ছন্দের যাদুকর’ নামে অভিহিত? ক) কাজী নজরুল ইসলাম খ) মাইকেল মধুসূদন দত্ত গ) জীবনানন্দ দাশ ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত ১৮। কোন শব্দটি নিত্য পুরুষবাচক? ক) কবিরাজ খ) সতীন গ) সম্রাট ঘ) জ্ঞানী ১৯. ‘আকাশ কুসুম’ বাগ্ধারাটির অর্থ কি? ক) তারকা খ) অবাস্তব গ) নীল রং ঘ) আকাশে ফুটন্ত কুসুম ২০. ‘জানালা’ শব্দটি- ক) তৎসম খ) তদ্ভব গ) দেশি ঘ) বিদেশি ২১. উপসর্গ শব্দের কোথায় যুক্ত হয়? ক) প্রারম্ভে খ) অন্তে গ) অভ্যন্তরে ঘ) পাশে ২২. ‘হরতাল’ শব্দটি কোন ভাষায়? ক) ওলন্দাজ খ) মালয়ী গ) হিন্দি ঘ) গুজরাটি ২৩। বাংলা স্বরবর্ণ কয়টি? ক) দশটি খ) এগারোটি গ) বারোটি ঘ) তেরোটি ২৪. মেঘে বৃষ্টি হয়’ এখানে কারক হলো- ক) অধিকরণ খ) অপাদান গ) করণ ঘ) কর্ম ২৫.স্বাক্ষর শব্দের অর্থ কী? ক) দস্তখত খ) নিরক্ষর গ) উচ্চশিক্ষিত ঘ) জ্ঞানী উত্তর: ১.ক ২.খ ৩.ক ৪.গ ৫.খ ৬.খ ৭.গ ৮.গ ৯.খ ১০.ক ১১.ঘ ১২.ঘ ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.ঘ ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.খ ২৫.খ
×