ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিবগঞ্জে বজ্রপাতে কিশোরীসহ নিহত ৫, আহত ৩

প্রকাশিত: ০৭:৪৩, ২৪ জুন ২০১৬

শিবগঞ্জে বজ্রপাতে কিশোরীসহ নিহত ৫, আহত ৩

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ও জমিনপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে এক কিশোরীসহ পাঁচজন নিহত হয়েছে। নিহতরা হলো দুর্লভপুর গ্রামের তাজেমুল হকের কিশোরী মেয়ে বুলি খাতুন (১৩), বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের কেতাব আলী জঞ্জালের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং তবলীগ জামাতে আসা মাদারিপুর জেলার সিয়ামঘাট এলাকার কানাইনাড়ী গ্রামের আব্দুল হাকিম (৫০), ভুরগ্রামের হারুন খান (৭০) ও তালেব আলী সরদার (৭৫)। শিবগঞ্জ থানা পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে বজ্রসহ বৃষ্টিপাত হয়। ওই সময় বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে বুলি খাতুন নিহত হয়। এদিকে তবলীগ জামাতের কয়েক মুসল্লি বাজারে ইফতার সামগ্রী কিনে ফেরার সময় বৃষ্টি শুরু হলে একটি বাড়ির চালায় আশ্রয় নেয়। এ সময় ওই চালার ওপর বজ্রপাত হলে রফিকুলসহ মাদারিপুর থেকে তবলীগ জামাতে আসা তিন মুসল্লি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও ৩জন আহত হন। আহতরা হলো জমিনপুরের রকি এবং দুর্লভপুরের পিয়ারা বেগম ও তার মেয়ে সেবা খাতুন। আহত পিয়ারা বেগম ও সেবাকে রাজশাহী মেডিক্যালে এবং রকিকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×