ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:২২, ১৫ জুন ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

১. কোনটি পোড়ালে ইড়ৎধী ইবধফ এর মত বীড গঠিত হয়? ক) পলিপ্রপিলিন খ) নাইলন গ) পলিস্টার ঘ) ডেক্রন ২. অবতল লেন্সের আকৃতি কিরূপ? ক) প্রান্ত মোটা ও মধ্যভাগ সরু খ) প্রান্ত সরু“ও মধ্যভাগ মোটা গ) প্রান্ত মোটা ও মধ্যভাগ মোটা ঘ) প্রান্ত সরুও মধ্যভাগ সরু“ ৩. কৃষি কোনটির পুনঃআবর্তন পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ? ক) মাটি খ) ময়লা গ) পানি ঘ) গ্রীজ ৪. বাংলাদেশের কোন নদীটির অবস্থা অনেকটাই এরি হ্রদের মতো? ক) পদ্মা খ) করতোয়া গ) বুড়িগঙ্গা ঘ) তিস্তা ৫. নিচের কোনটি দূরের বস্তু কিন্তু কাছের বস্তু না দেখতে পাওয়ার ত্রুটি নয়- ক) দূরদৃষ্টি খ) হাইপারমেট্রোমিয়া গ) দীর্ঘদৃষ্টি ঘ) মাইওপিয়া ৬. দেহের রোগ প্রতিরোধ সহায়ককারী খাদ্য কোনটি? ক) গরুর মাংস খ) ক্ষীর গ) চিংড়ি ঘ) কচুশাক ৭. জঘঅ-এর গঠনে কোনটি অংশ নেয়? ক) রাইবোজ খ) ডি-অক্সিবাইবোজ গ) গ্লাইকোজেন ঘ) ফ্রুক্টোজ ৮. শিশুদের দেহের লোহিত কণিকার সংখ্যা- ক) ৫০-৬০ খ) ৬০-৭০ গ) ৭০-৮০ ঘ) ৮০-৯০ ৯. কোন প্রক্রিয়ায় পানি জীবাণুমুক্ত হয় না? ক) পাতন খ) ক্লোরিনেশন গ) স্ফুটন ঘ) পরিস্রাবণ ১০. গরমের দিনে কোন কাপড় পড়তে আরামদায়ক? ক) সুতি খ) পলিস্টার গ) পশম ঘ) রেশম ১১. চোখের দূর বিন্দুর দূরত্ব কত? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ১২. ত্বকের ঢ়ঐ এর মান ৬.৫ থেকে বেশি হলে ত্বকে- র. এলার্জি হয় রর. কোমলতা নষ্ট হয় ররর. ব্যাকটেরিয়া আক্রমণ করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৩. অবতল লেন্স আলোক রশ্মিকে কী করে? ক) প্রতিফলিত খ) আপতিত গ) অবর্তিত ঘ) অপসারিত ১৪. কোন একটি দ্রবণের ঢ়ঐ = ১৪ হলে দ্রবণটি কীরূপ? ক) মৃদু এসিড খ) মৃদু ক্ষার গ) তীব্র এসিড ঘ) তীব্র ক্ষার ১৫. ছত্রাক ইস্ট এর বৃদ্ধিকে প্রতিহত করে কোনটি? ক) ঝড়ফরঁস নরংঁষভরঃব খ) ঝড়ফরঁস নবহুড়ধঃব গ) ইবহুড়রপ ধপরফ ঘ) ঝড়ফরঁস-সবঃধ নরংঁষভরঃব ১৬. বেকিং সোডার তাপ দিলে কী উৎপন্ন হয়? ক) কার্বন ডাইঅক্সাইড খ) হাইড্রোজেন গ) অক্সিজেন ঘ) কার্বন ১৭. দেহ ও মনের পক্ষে প্রকৃত বিশ্রাম হয়- ক) চলাফেরায় খ) ঘুমে গ) গল্পে ঘ) দুশ্চিন্তায় ১৮. খুব কম বা বেশি ঢ়ঐ হলে বাঁচতে পারে না- র. বড় মাছ রর. পোনা মাছ ররর. মাছের ডিম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. নিচের কোনটি নন-সেলোজিক তন্তু? ক) তুলা খ) পলিস্টার গ) পাট ঘ) লিলেন ২০. শরীরেরে পানি শতকরা কত ভাগ কমলে সংজ্ঞা লোপ পায় এমনকি মৃত্যুও ঘটতে পারে? ক) ২৫% খ) ২০% গ) ১০% ঘ) ১৫% ২১. খাদ্যের কাজ- র. জীবদেহের বৃদ্ধি গঠন রর. শক্তি উৎপাদন, তাপ উৎপাদন ররর. রোগ প্রতিরোধ, দেহের সুস্থতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২২. মৌমাছি হুল ফুটালে কোনটি নিঃসৃত হয়? ক) মেলিটিন খ) ফরমিক এসিড গ) এ্যাপামিন ঘ) সবগুলো সঠিক উত্তর ১. (খ) ২. (খ) ৩. (গ) ৪. (গ) ৫. (ঘ) ৬. (ঘ) ৭. (ক) ৮. (খ) ৯. (খ) ১০. (ক) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (খ) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (ঘ) ১৯. (খ) ২০. (গ) ২১. (ঘ) ২২. (ঘ)
×