ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সুতোকান কারাতে দলের তিন সোনা জয়

প্রকাশিত: ০৬:৩৫, ১৫ জুন ২০১৬

সুতোকান কারাতে দলের তিন সোনা জয়

স্পোর্টস রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত থমাস লাপুপেট মেমোরিয়াল ক্লাসিক ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের মাধ্যমে অংশ নেয় পাঁচ সদস্যের বাংলাদেশ সুতোকান কারাতে দল। বাংলাদেশ ছাড়াও এ প্রতিযোগিতায় অংশ নেয় তুরস্ক, বাহামা, মেক্সিকো, কলম্বিয়া, নেপাল ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন দল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইয়র্ক কলেজ কুইন্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল ৩ স্বর্ণ, ২ রৌপ্য ও ১ তামাসহ মোট ৬ পদক অর্জন করে। বাংলাদেশ দলের সদস্যরা হলেন- কারাতেক সৈয়দ নুরুজ্জামান, হাসনাইন কবির ও রায়হান জামান রানা। হুমায়ন কবির জুয়েল আন্তর্জাতিক কারাতে রেফারি ও রেফারি সামসুল আলম। প্রতিযোগিতায় ব্ল্যাক বেল্ট গ্রুপে ১ স্বর্ণ ও ১ তামাসহ ২টি পদক পান সৈয়দ নুরুজ্জামান। হাসনাইন কবির বিগিনার গ্রুপে পান ১ স্বর্ণ ও ১ রৌপ্যসহ ২ পদক। এ্যাডভান্স গ্রুপে রায়হান জামান রানা ১ স্বর্ণ ও ১ রৌপ্যসহ ২ পদক অর্জন করেন। নেইমারের জন্য বার্সিলোনার গচ্চা দল বদল নিয়ে কর ফাঁকির অভিযোগ স্বীকার কাতালানদের! স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারকে নিয়ে ঝামেলা যেন শেষই হচ্ছে না বার্সিলোনার। নানা কারণে ব্রাজিলিয়ান অধিনায়ককে নিয়ে শুরু থেকেই ভোগান্তিতে আছে কাতালানরা। মাঠের লড়াইয়ে অপ্রতিরোধ্য থাকলেও উটকো ঝামেলায় নেইমারও আছেন অস্বস্তিতে। কর ফাঁকির বিষয়টা নিয়েই মূলত ঝামেলা। কিন্তু বার্সিলোনা বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছিল। শেষ পর্যন্ত নিজেদের অনড় অবস্থানে থাকতে পারেনি লা লিগার চ্যাম্পিয়নরা। এত দিন ব্রাজিলিয়ান অধিনায়ককে দলে ভেড়ানোর পন্থা স্বচ্ছ দাবি করে আসলেও এবার তারা স্বীকার করেছে অস্বচ্ছতার বিষয়টি। যার প্রমাণ, বার্সিলোনা ৫.৫ মিলিয়ন ইউরো জরিমানা দিতে স্বীকৃতি জানিয়েছে।
×